বিনোদন

অভিষেক থাকা সত্ত্বেও ফের বিয়ের পিঁড়িতে ঐশ্বর্য, দেখুন রাই সুন্দরীর দ্বিতীয় বিয়ের ছবি

ঐশ্বর্য রাইয়ের চোখের জাদুতে কে না ভুলেছে। ঐশ্বর্যর রূপ তার ফিগার তার অভিনয় সবকিছুই সেটা বার বার করে তার প্রেমে ফেলে অনুরাগীদের। কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় রটে গিয়েছে ঐশ্বর্য নাকি ফের বিয়ে করেছেন। অভিষেক থাকা সত্ত্বেও ঐশ্বর্য ফের বিয়ে করেছে এই কথা শুনে চোখ কপালে উঠবে বাধ্য সকলের। কিন্তু এটা কখনও ভেবে দেখেছেন যদি সেটা ঐশ্বর্য হামসকল হয় সে ক্ষেত্রে? বা যদি রায় সুন্দরীর যমজ বোন থাকতো তাহলে ঠিক কেমন হতো? আরে থাকতো কেনও আছেই তো। নিশ্চয়ই এটা শুনে অবাক হচ্ছেন ঐশ্বর্যর যমজ বোন? অবাক হওয়ার মত কথা হলেও সত্যিই এবার মিলল ঐশ্বর্যর হামসকল। জানেন কি সে কে?

বলিউড সেরা সুন্দরীদের তালিকায় একেবারে প্রথম সারিতেই রাখা হয় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে এবার প্রকাশ্যে ঐশ্বর্যর হামসকল। হুবহু ঐশ্বর্য, বলা যেতে পারে ঐশ্বর্যর যমজ বোন। সেই চোখ সেই তাকানো সেই হাঁসি এক নজরে তাকে দেখে মনে হবে যেন খোদ ঐশ্বর্য রাই। কিন্তু সে ঐশ্বর্য নয় বরং তার হামসকল। কি ভাবছেন,ঐশ্বর্যর যমজ বোন আছে? না না একদম ঐশ্বর্যর যমজ বোন নয় কিন্তু তাকে নিঃসন্দেহেই ঐশ্বর্যর যমজ বলাই যায়। কারণ ঐশ্বর্যর সঙ্গে তার হুবহু মিলও রয়েছে।

আর সেই সুন্দরী হলেন মারাঠি অভিনেত্রী মানসী নায়েক। মানসীকে দেখলে সত্যিই ঘোর লেগে যাবে চোখে। কয়েক মুহূর্তের জন্য আপনারও ভুল হতে বাধ্য। সত্যিই মনে হবে তিনিই রাই সুন্দরী। সম্প্রতি মানসী গাঁটছড়া বাঁধলেন দীর্ঘদিনের বয়ফ্রেন্ড প্রদীপ খারেরার সঙ্গে। বিয়ের আসর একেবারে মানসীর রূপের সঙ্গে ঐশ্বর্যর মিল খুঁজে পেয়েছে অনুরাগীরা।

সম্প্রতি মানসী গাঁটছড়া বাঁধেন প্রদীপ খারেরার সঙ্গে । প্রদীপ পেশায় একজন পেশাদার বক্সিং খেলোয়াড়। ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল চ্যাম্পিয়ন তিনি। মানসী বিয়ের দিন গোলাপী রঙের ভারী লেহেঙ্গার সাথে নাকে বড় নথ পড়ে ঠিক যোধা আকবরের ঐশ্বর্যর সাজে সেজেছিলেন। ইতিমধ্যেই
ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটনাগরিকরা তার সঙ্গে ফের ঐশ্বর্যর তুলনা শুরু করে দিয়েছেন।

Related Articles