দেখুন ফুলশয্যার রাতে কি কান্ড ঘটালেন নীল-তৃণা, ভাইরাল ভিডিও

রিল নয় রিয়েল লাইফে বিয়ের বাঁধনে বাঁধা পড়েছেন টলিপাড়ার চর্চিত জুটি নীল তৃণা। বৃহস্পতিবার বিকেল থেকে ঝলমলে তপসিয়ার ‘গ্রিন অর্কিড’ – এ বসে নীল-তৃণার বিয়ের আসর। তারকা জুটির বিয়েতে অতিথি থেকে খানাপিনা, কোনও খামতি রাখেননি টলিপাড়ার এই হ্যাপেনিং জুটি। বিয়ের পর এবার পালা ফুলশয্যার। জানেন ফুলশয্যার রাতে কী কাণ্ড ঘটিয়েছে নীল তৃণা?
লাইট-ক্যামেরা-অ্যাকশন নয় মন্ত্রধ্বনি উচ্চারণের মধ্যে দিয়ে হিন্দু রীতিনীতি মনে সাত জন্মের জন্য দাম্পত্যের বন্ধনে বাঁধা পড়েছেন টেলিভিশনের পর্দার জনপ্রিয় জুটি- নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। এই বিয়ে নিয়ে গত কয়েকদিন ধরেই সাজোসাজো রব টেলিউডে।
সংগীত, মেহেন্দি, গায়ে হলুদ- প্রাক বিয়ের সব পর্ব সেরে অবশেষে হাজির হয় কাঙ্খিত সন্ধ্যা। প্রজাপতি ঋষির আর্শীবাদ নিয়ে নতুন জীবন শুরুর পথে পা বাড়ান নীল-তৃণা। বিয়েতে টুকটুকে লাল বেনারসিতে সেজেছিলেন তৃণা। ব্লাউজেও ছিল সবুজ আর লালের কম্বিনেশন। গা ভর্তি গোনার গয়না, কপালে সিঁদুর আর চন্দনে রাঙা হয়েছিলেন তৃণা।
বিয়ে শেষ এবার পালা ফুলশয্যার। যদিও নীল তৃণার রিসেপশন পার্টির আয়োজনে দিন কয়েক দেরি থাকলেও ফুলসজ্জার বাকি নিয়ম ইতিমধ্যেই পালিত হচ্ছে। ফুলসজ্জার রাতে তৃণার বাড়ি থেকে আসে ফুলের সাজ। সেই ফুলের সাজের মুকুট ল নীলের মাথাতে পরিয়ে দেন তৃণা। সাদা রঙের সালোয়ার কামিজ, গালয়, মাথায়, মুকুটে গোলাপ আর রজনীগন্ধার ফুলের মালা। অন্যদিকে, নীলের পরনে জিনস আর সাদা পুলওভার গোলাপের পাপড়ি আর রজনীগন্ধায় সাজানো সজ্জা ক্যাজুয়াল লুকে ফুলসজ্জার রাতে হাঁসি মুখে ক্যামেরার জন্য পোজ দিলেন নব দম্পতি।
বহু প্রতিক্ষা শেষে শেষমেষ চার হাত এক হয়েছে নীল তৃণার। বিয়ের পরই পালা বৌভাতের। রীতি মেনে শনিবার সকালে নীলের বাড়িতেই আয়োজিত হয় নীল-তৃণার বৌভাতের অনুষ্ঠান।
ইতিমধ্যে সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল তৃণার বৌভাতের ভাত কাপড়ের অনুষ্ঠান। ছবিতে দেখা যাচ্ছে এক মাথা সিঁদুর পরে নবনধূ তৃণা নীলের পাতে ভাত দিচ্ছেন।