নিউজ

ভালোবাসার পবিত্র দিন পরিণত হয়েছিল কালো দিনে, ‘Pulwama’-র শহিদদের ভোলেননি তো?

১৪ই ফেব্রুয়ারী, ভ্যালেন্টাইন্স ডে। প্রতি বছর এইদিনে ভালোবাসা উদযাপন করেন বিশ্ববাসী। তবে ২০১৯ সালের এই ভালোবাসার দিনের অন্য রূপ দেখেছিল সমগ্র ভারতবাসী। সেই নৃশংস দিনের কথা ভাবলে আজও বুক কেঁপে ওঠে সাধারণ মানুষের। কারণ, এই দিনেই পুলওয়ামায় ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা। সেই ঘটনা আজ দু’বছর পূর্ণ করলো। শহীদ হওয়া জওয়ানদের স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে ভারতীয় সেনা। যা দেখে চোখ ভিজেছে সমগ্র ভারতবাসীর।

“বিঠাকর পাস বচ্চো কো জো কল কিস্সে শুনাতা থা, উসে কিসসা বনানে কো, ক্যায়া জায়জ ইয়ে ধমাকা থা?পহুচা ঘর জো উসকে থা বো তাবুত থা খালি, উঠা জো উসকে চৌখট সে বহুত ভারি জনাজা থা।” আর একইসাথে ভিডিওর শেষের এই চার লাইন যেন জওয়ানদের আত্মবলিদানকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। উল্লেখযোগ্য, ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারী সিআরপিএফ কনভয়ে বিস্ফোরণ ঘটিয়েছিল আদিল আহমেদ নামক এক জঙ্গি।

যার ফলে প্রাণ হারিয়েছিলেন ৪০ জন জওয়ান। ভালোবাসার পবিত্র দিন পরিণত হয়েছিল কালো দিনে। ভারত মায়ের সেই শহীদদের আজও ভুলতে পারেননি সমগ্র দেশ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০১৯ সালের এই ঘটনার কথা উল্লেখ করে লিখেছেন, ‘ভারত শহীদ জওয়ানদের আত্মবলিদান কোনওদিন ভুলতে পারবে না।’ অমিত শাহের সাথে সাথে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রমুখ সেই দিনের কথা স্মরণ করেছেন।

Related Articles