বিনোদন

ঠিকরে বেরোচ্ছে গ্ল্যামার, মোহময়ী লুকে ধরা দিলেন শাহরুখ-কন্যা সুহানা

স্টার কিডরা সোশ্যাল মিডিয়ায় সবসময়ই চর্চা কেন্দ্র বিন্দুতে থাকেন। আর সেই স্টার যদি শাহরুখ খানের কন্যা হয় তাহলে তো কথায় নেই। বিনোদন জগতে বড়োপর্দায় এখনো হাতে খড়ি হয়নি তার। কিন্তু তাতে কি এখন থেকেই খ্যাতির আলোয় পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি।

নিউইয়ার্ক বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড স্টাডিজ নিয়ে পড়াশোনা করছেন তিনি। তবে পাশাপাশি মেক আপ এর প্রতি বেশ ঝোক রয়েছে তার। মেকাপ নিয়ে নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন তিনি।

হালকা অথচ পারফেক্ট-মেক আপ, কখনো স্টাইল করে বাঁধা চুল নিজেকে মাঝেমধ্যেই মোহময়ী বা বোল্ড রূপে সাজিয়ে তোলেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে বেশ সক্রিয় সুহানা খান। নিজের নানা ধরনের ভিডিও ছবি পোস্ট করে দর্শকদের সাথে নানান মুহুর্ত ভাগ করে নেন তিনি। তার হট লুকে সবাই তো মুগ্ধ হয়। তবে আরো একটি কারনে তাকে সবাই ফলো করে। কেবল সেলিব্রেটি কন্যা বলে নয় তার ফ্যাশন সেন্সের জন্য প্রচুর মানুষ তার ফ্যান। নেট দর্শকরা অপেক্ষা করে থাকে কখন নতুন ড্রেস পড়ে নতুন অবতারে হাজির হবে সুহানা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার কিছু নতুন ছবি ভাইরাল হয়েছে যেখানে নানান লুকে দেখতে পাওয়া যাচ্ছে তাকে। দিন দিন যেন আরো লাস্যময়ী হয়ে উঠছেন তিনি।

প্রসঙ্গত শোনা যাচ্ছে স্টুডেন্ট অফ দ্যা ইয়ার 3 এ নাকি দেখা যেতে চলেছে সুহানাকে। এর আগে একটি শর্ট ফিল্ম করতে দেখা গেছে। তবে বড়োপর্দায় শাহরুখ কন্যাকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তগন।

Related Articles