বিনোদন

পরিবারকে বিদায় জানিয়ে চলে গেলেন শাহরুখ-কন্যা সুহানা

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে(Shahrukh Khan) দেখা গেল বিমানবন্দরে। না কোনো শ্যুটিংয়ের কাজে নয়, মেয়ে সুহানা খানকে(Suhana Khan) নিয়ে এসেছিলেন তিনি। জানা গিয়েছে, বেশ কিছু দিন আগে ছুটি কাটাতে বাড়ি এসেছিলেন সুহানা। মুম্বাইয়ে সময় কাটানোর পর, এবার ফের নিউইয়র্কে ফিরে গেলেন তিনি। তাইতো লাল রঙের দামী গাড়ি নিয়ে মেয়েকে ছাড়তে বিমানবন্দরে পৌঁছান ‘বাদশা।’

তাদের দুজনকে পাপারাৎজিরা বহুবার ডাকাডাকি করলেও, তাতে কোনো উত্তর দেননি তারা। উল্লেখযোগ্য, আইপিএল শেষ হওয়ার পর দুবাই থেকে মুম্বাই ফিরে এসেছেন শাহরুখ। তবে এসেই ব্যস্ত হয়ে পড়েন আগত সিনেমা ‘পাঠান’এর শ্যুটিংয়ে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই সিনেমায় শাহরুখের লুক। যা ভাইরাল হয়ে গিয়েছে নিমেষেই। শাহরুখের পাশাপাশি সেখানে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন(Deepika Padukone) ও জন আব্রাহাম(John Abraham)।

অন্যদিকে যত দিন যাচ্ছে একের পর এক নতুন বাড়ি কিনতে চলেছেন শাহরুখ। মুম্বাই, নিউইয়র্ক ও দুবাইয়ের সাথে সাথে এবার দিল্লীতেও বাড়ি কিনেছেন তিনি। কিছুদিন আগেই গৌরী খানকে(Gauri Khan) দেখা যায় সেই বাড়ি সাজাতে। আসলে নিরিবিলিতে সময় কাটানোর উদ্দেশ্যেই এই বাড়িটি কিনেছেন তারা।

এছাড়া আলিবাগেও তাদের একটি বিলাসবহুল বাংলো রয়েছে। বরুণ ধাওয়ানের (Varun Dhawan) বিয়ে উপলক্ষ্যে দুই বাড়ির লোকেরা যাতে সেখানে থাকতে পারেন, সেইজন্য খুলে দেওয়া হয়েছিল সেই বাংলোকে।

Related Articles