বিনোদনভাইরাল ভিডিও

জীবনের ঝুঁকি নিয়ে দুর্দান্ত স্টান্ট করলেন শাহরুখ, ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায়

বলিউডের কিং খানের পর্দা থেকে বহুদিনের বিরতি। তাকে শেষবার দেখা গিয়েছিল ‘জিরো’ (Zero) ছবিতে। সেখানে অভিনেত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) সঙ্গে শাহরুখ খান’ (Shah Rukh Khan) কে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল। ছবিটি মুক্তি পাওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে দর্শকদের মধ্যে। এবার দীর্ঘ বিরতি শেষ। ফের শ্যুটিং-এর জন্য বর্তমানে ব্যস্ত রয়েছেন শাহরুখ খান।

তিনি পরবর্তীতে বড় পর্দায় ‘পাঠান’ (Pathan) ছবির মাধ্যমে দর্শকদের কাছে ফিরবেন। আর সেই ছবিরই শ্যুটিং চলছে বর্তমানে। এই মূহুর্তে দুবাইতে (Dubai) শ্যুটিং করছেন কিং খান। ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর পর এবার ‘পাঠান’ ছবিতে একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)। আর সেই ছবির একটি শ্যুটিং -এর ভিডিও বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জীবনের ঝুঁকি নিয়ে স্টান্ট করতে দেখা গেলো শাহরুখ খান’কে।

আর সেই ভিডিওটি শাহরুখ-গৌরীর প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ -এর তরফে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে ”Charlie’s here to bless your feed with some swag”। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে একপ্রকার নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি উঁচু জায়গা থেকে নিজের গোটা শরীরকে বাতাসে মিলিশে দেন ‘বাদশা’।

এর কিছুক্ষণ পর রেলিং-এ ভর করে উপরে উঠে আসেন তিনি। ভিডিওটি ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে একটু ভুল হলেই অনেক বড় অঘটন ঘটতে পারত। ‘বাদশা’র এই ভিডিও এখন বিভিন্ন ফ্যানপেজের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওটির ভিউজ ক্রমেই বেড়ে চলেছে।

Related Articles