বিনোদনভাইরাল ভিডিও

হট ড্রেসে হিন্দি গানে তুমুল নাচ শাহরুখ খানের, ট্রোলের ঝড় সোশ্যাল মিডিয়ায়

বলিউডের কিং খান বললে সকলেই যাকে চেনে তিনি হলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। বলিউডে তার অবদান অনস্বীকার্য। একের পর পর ছবিতে দুর্দান্ত অভিনয় করে তিনি গোটা দেশের দর্শকদের মন জয় করে নিয়েছেন। তার বলিউডে প্রথম যদিও পথ চলা শুরু হয় টেলিভিশনের ধারাবাহিকে অভিনয় করে। তখন ১৯৮০ এর দশক। বলিউড তখনও কিং খানকে পায়নি। এরপর ধীরে ধীরে শাহরুখ বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন।

বলিউডে শাহরুখ খানের প্রথম আত্মপ্রকাশ ঘটে ১৯৯২ সালের ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে। এরপর একে একে সুপারহিট ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। তিনি ‘ডর’, ‘বাজীগর’, ‘আঞ্জাম’ চলচ্চিত্রে অভিনয় করে ধীরে ধীরে পরিচিতি পান। এরপর একে একে তিনি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গাম’ ইত্যাদি ছবিতে অভিনয় করেন যা বানিজ্যিক ভাবে সফলতা লাভ করে।

বলিউডে কিং খানের অবদানের জন্য ভারত সরকার তাকে ২০০২ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে। এছাড়া তিনি বিশ্বের সফল তারকাদের মধ্যেও একজন ব্যক্তি হিসেবে চিহ্নিত হন। তবে এত প্রশংসা, নাম, যশ থাকলেও তিনি ট্রোলিং-এর হাত থেকে মুক্তি পাননি। আজকাল সোশ্যাল মিডিয়ায় যেন ট্রোলিং একটি রীতি হয়ে গিয়েছে।

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে শ্রদ্ধা কাপুরের (Shraddha Kapoor) একটি নাচের দৃশ্যে শ্রদ্ধা কাপুরের মুখের জায়গায় শাহরুখ খানের মুখ এডিট করে বসানো হয়েছে। ভিডিওটিতে নায়িকার পরনে রয়েছে একটি হট ড্রেস। যেহেতু কিং খানের মুখ এডির করে বসানো হয়েছে তাই সেটি নেট দুনিয়ার একাংশের কাছে হাসির সৃষ্টি করেছে। এর আগেও বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাকে নেপোটিজম বিতর্কে অনেকে ট্রোল করে। সম্প্রতি এডিট করা ভিডিওটি ভাইরাল নেট দুনিয়ায়।

Related Articles