বিনোদন

সদ্যই মা হয়েছেন, বাড়ি ফিরতেই ছবির প্রচারে নামলেন বেগম করিনা

সম্প্রতি দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী করিনা কাপুর খান(Kareena Kapoor Khan)। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে জন্ম হয়েছে তৈমুরের ভাইয়ের। যদিও ডেলিভারির তারিখ ছিল ১৫ই ফেব্রুয়ারী, তবে ২১ তারিখ সকালে সন্তানের জন্ম দেন করিনা। এই খবর প্রকাশ্যে আসতেই তাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছিলেন অনুগামীরা।

একইসাথে নেটিজেনদের সমালোচনার শিকারও হয়েছেন তিনি। আসলে প্রথম সন্তানের নামকরণের প্রভাব পড়েছে এই সন্তানের ওপর। অনেকে এরকমও বলেছেন এবার হয়তো তারা দ্বিতীয় সন্তানের নাম রাখবেন ‘ঔরঙ্গজেব’ বা ‘চেঙ্গিস খাঁ।’ তাই এই বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত ‘সঈফিনা’ জুটি। অন্যদিকে ডেলিভারির দুদিন কাটতে না কাটতেই কর্মজগতে ফিরলেন করিনা।

সোশ্যাল মিডিয়ায় স্বামীর আগত সিনেমার প্রচার করতে দেখা গেল তাকে। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ‘ভূত পুলিশ’এর একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “চিৎকার করে হাসার জন্য প্রস্তুত হয়ে যান। ১০ই সেপ্টেম্বর ভূত পুলিশ আসতে চলেছে।” যেখানে তিনি ট্যাগ করেছেন ছবির অন্যান্য তারকাদের। যেই তালিকায় রয়েছেন অর্জুন কাপুর, ইয়ামি গৌতম, জ্যাকলিন ফার্নান্ডেজ, জাভেদ জাফরি প্রমুখ।

উল্লেখযোগ্য, সম্পূর্ণ গর্ভাবস্থাতেই করিনা পুরোদমে কাজ করে গিয়েছেন। এক কথায় বলতে গেলে কীভাবে সংসার, সন্তান সামলে নিজের কর্মজগতেও সমানভাবে সক্রিয় থাকা যায়, তার কাছ থেকে বিষয়টি শেখার মতোন। তার মতে ইচ্ছে থাকলে যে কোনো অবস্থাতেই সবটা সামাল দেওয়া যায়। পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও যোগব্যায়াম তার ফিট থাকার পেছনে অন্যতম রহস্য।

Related Articles