বিনোদন

সৌরভকে বিয়ের পরের দিনই খুলে ফেললেন শাঁখা-পলা, মিষ্টি ভাষায় কড়া জবাব দিলেন অভিনেত্রী ত্বরিতা

টেলি জগতে চলাকালীন বিয়ের মরশুমে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়(Twarita Chatterjee) ও অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়(Sourav Banerjee)। তবে বিয়ে হতে না হতেই সমালোচনার শিকার হয়েছেন তিনি। যার কারণ হল সদ্য বিয়ের পর হাতের শাঁখা-পলা খুলে ফেলা।আসলে বিয়ের পর অন্য এক বন্ধুর বিয়েতে গিয়েছিলেন তারা। সেখানে শাড়ি পরিহিত অবস্থায় থাকলেও, হাতে ছিল না হিন্দু নববধূর চিহ্ন শাঁখা, পলা ও নোয়া।

যদিও মাথায় সিঁদুর ছিল, তবে তিনি শাঁখা-পলা কেন খুললেন এই নিয়ে উঠেছে প্রশ্ন। এমনকি কটাক্ষ করতেও ছাড়েননি তাকে। অন্যদিকে ত্বরিতাও এতো সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নন। তাইতো সকলের মুখের ওপর যোগ্য জবাব দিয়েছেন তিনি। একটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার ফ্রেন্ড লিস্টে থাকা সকলের উদ্দেশ্যে বলা, প্লিজ কেউ শাঁখা-পলা-সিঁদুর নিয়ে জ্ঞান দেবেন না।

আমি আবার এতো জ্ঞানী হতে চাই না, গুণী হলেই চলবে।’ উল্লেখযোগ্য, গৌরব-দেবলীনার বিয়ের পর উত্তম কুমারের বাড়িতে ফের বসেছিল বিয়ের আসর। কারণ ত্বরিতার স্বামী সৌরভও ওই পরিবারের সদস্য।

এদিন এই অভিনেত্রীর পরনে ছিল লাল বেনারসি। সাথে ভারী সোনার গয়না ও কপালের চন্দন যেন আরও সুন্দর করে তুলেছিল। অন্যদিকে সৌরভকেও ধুতি-পাঞ্জাবিতে বেশ দেখতে লাগছিল। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় তারকারা। বিয়ে-রিসেপশন কাটিয়ে বর্তমানে চুটিয়ে সংসার করছেন এই তারকা জুটি।

Related Articles