বিনোদন

শীঘ্রই বসবেন বিয়ের পিঁড়িতে দুর্নিবার-মীনাক্ষী, আইবুড়ো ভাত খাইয়ে দিলেন শোভন-স্বস্তিকা

গত কয়েকদিন ধরেই শহর জুড়ে চলছে বিয়ের মরশুম। অলিতে-গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে সানাইয়ের শব্দ। অন্যদিকে টলিউড জুড়েও কিন্ত লেগেছ বিয়ে হাওয়া। একের পর এক সেলেব পরছে সাত পাকে বাঁধা। আর এবার পালা সরেগামাপা জুটির। বলুন তো কারা এবার বিয়ে করছে?

কয়েকদিন আগেই সাতপাকে বাঁধা পরেছে নীল তৃণা। রাজকীয় বিয়ে সেরেছিল সেলেব জুটি। ইতিমধ্যেই নীলের সঙ্গে জমিয়ে সংসার করছে তৃণা। অন্যদিকে গাঁটছড়া বেঁধেছেন গৌরব দেবলিনা। আর এবার সময় আরও এক জুটির চার হাত এক হওয়ার।

বুঝতে পারছ না তো এবার কারা বিয়ে করতে চলেছে? আসলে এবার চার হাত এক হতে চলেছে দুর্নিবার-মীনাক্ষীর। সা রে গা মা পা খ্যাত দুর্নিবারকে কে না চেনে? দুর্নিবারের গানে মাতোয়ারা আট থেকে আশি। এরই মাঝে এবার সংসারী হতে চলেছে দুর্নিবার।

জানা গিয়েছে, আগামী ২১ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন দুর্নিবার-মীনাক্ষী। আর ২৩ তারিখে বৌভাত। বলে রাখি, ২০১৭ সালেই মীনাক্ষীর সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেন দুর্নিবার। আর এবার পালা সামাজিক বিয়ের। ইতিমধ্যে আইবুড়ো ভাত খাওয়া শুরু হয়ে গিয়েছে সেলেব জুটির। সম্প্রতি অভিনেত্রী স্বস্তিকা ও তার সঙ্গী শোভন একসঙ্গে আইবুড়ো ভাত খাওয়ালেন এই জুটিকে। ইতিমধ্যে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল নয়া সেলেব্রিটির আইবুড়ো ভাত খাওয়ার মুহূর্ত।

Related Articles