ইউভানের প্রথম সরস্বতী পুজো, মায়ের কোলে বসে সবুজ শার্ট-ডেনিমে লাইমলাইট কাড়ল ছোট্ট ইউভান

তাদের আলাপ হয়েছিল কর্মসূত্রে, তারই মাঝে ধীরে ধীরে শুরু হয় প্রেম। এরপর বাগদান অবশেষে বিয়ে, তাদের জীবন ঠিক যেন রূপকথা। হ্যাঁ ঠিকই ধরেছেন, আর কেউ নন তারা হলেন টলিউডের জনপ্রিয় তারকা জুটি রাজ চক্রবর্তী(Raj Chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলি(Subhasree Ganguly)। ২০১৮ সালের ৬ই মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। কাজ, সংসার নিয়ে দিব্যি মেতেছিলেন সকলের প্রিয় ‘রাজশ্রী’।
তবে বর্তমানে আর দুজন নয়, তাদের পরিবার আলো করে জন্ম নিয়েছে প্রথম সন্তান ইউভান(Yuvaan)। করোনা আক্রান্ত হয়ে রাজের বাবার মৃত্যুর পর, একপ্রকার শোকের ছায়া নেমে এসেছিল তাদের জীবনে। এই অবস্থায় ইউভানের জন্ম যেন নতুন করে বাঁচার আশা নিয়ে এসেছে। জন্মের পর থেকে সেও রীতিমতো সেলিব্রিটি হয়ে উঠেছে। বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই মিলবে তার একাধিক ছবি। শুধু তাই নয় তার এক ঝলক দেখার জন্য অপেক্ষা করে থাকেন অনুগামীরা।
ইউভানের জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে তার বিভিন্ন মুহূর্তের ছবি। সম্প্রতি প্রকাশ্যে এলো সেরকমই একটি ছবি। তবে সেটি সাধারণ কোনো ছবি নয়। সেখানে দেখা যাচ্ছে বাবা-মায়ের সাথে বাগদেবীর আরাধনায় মগ্ন হয়েছে সে।
এদিন তাকে দেখা গিয়েছে, সবুজ শার্ট ও নীল ডেনিম পরিহিত অবস্থায়। অন্যদিকে রাজ পরেছিলেন ধুতি-পাঞ্জাবী আর শুভশ্রী পরেন সালোয়ার। রাজের অফিসের এই পুজোতে উপস্থিত ছিলেন অন্যান্য তারকা থেকে শুরু করে ঘনিষ্ঠ আত্মীয়রা।