সাত পাক ঘুরে সিঁদুরদান পর্ব সারলেন গায়িকা ইমন, রইলো ভাইরাল ভিডিও

টলিউডের চারপাশে কান পাতলে এখন বিয়ের সানাই এর সুর ভেসে আসছে। নতুন বছরের শুরুতেই বিয়ের ধুম লেগেছে সেলেব মহলে। আর এই তালিকায় যোগ হল ইমন চক্রবর্তীর নাম।
2019 সাল থেকে নীলাঞ্জন এর সাথে সম্পর্ক ইমনের। এক অনুষ্ঠানের সূত্র ধরে তাদের মধ্যে আলাপ তারপর ধীরে ধীরে নতুন পথ চলা বন্ধুত্ব প্রেম। অবশেষে এই বছরের প্রথমেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তারা।
পুরোদস্তুর বাঙালি সাবেকি সাজে তাক লাগিয়ে দিয়েছেন ইমন। সোনার গয়না সাথে বেনারসী, বধূবেশে নজর কেড়েছেন তিনি। বিয়ের প্রতিটি নিয়ম-নীতি মেনে সাতপাকে বাধা পড়লো দুই মন। মঙ্গলবার উলুধ্বনি আর শঙ্খের সুর মিশে গেল হাওড়ার জেঠিয়া বাড়িতে। গঙ্গার ধারে অবস্থিত বালি বাগিচা রাজবাড়ীতে বসেছিল ইমন(Iman Chakraborty) নীলাঞ্জনের(Nilanjan Ghosh) বিয়ের আসর।
এই দিন নিজের বিয়েতে নিজেই লাইভ করলেন নতুন কনে। চারদিক থেকে উলুধ্বনির মাঝে একে অপরের গলায় মালা পরিয়ে বিয়ের আচার অনুষ্ঠান শুরু হতে দেখা গেল। ভালোবাসার মানুষের হাত ধরে শুরু হলো নতুন জীবন। পুরোহিত মশাই এর মন্ত্র পড়ার সাথে সাথে সাতপাকে ঘুরতে দেখা গেল তাদের। বিয়ে চলার মাঝেই নেচে উঠতেও দেখা গেল পাত্রকে। মঙ্গলবার সন্ধ্যে পরিবার, আত্মীয় বন্ধুদের সাথে নিয়ে জমে উঠল বিয়ের আসর। সিঁদুর দিয়ে সিথি রাঙানোর সাথে শুরু হলো জীবনের নতুন অধ্যায়।
এই লাইভে প্রচুর মানুষ অভিনন্দন জানিয়েছেন। তাদের ভবিষ্যত যাতে সুন্দর হয় সেই কামনায় করেছেন। নবদম্পতির বিয়ের জন্য থাকলো একরাশ শুভেচ্ছা।