বিনোদন

‘আজকে যিনি তেরঙ্গাতে, কাল ভক্ত রামে’ গান গেয়ে বিজেপির রোষের মুখে গায়ক নচিকেতা

নজরে একুশের নির্বাচন। ইতিমধ্যেই রাজ্য জুড়ে বেজে গিয়েছে নির্বাচনের দামামা। নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে। আর এবার নির্বাচনের মুখেই বিজেপির তোপের মুখে গায়ক নচিকেতা।

নচিকেতার ভাবনা বরাবরই ব‌্যাতিক্রমী ও সৃজনশীলতায় ঘেরা। সেই কারণেই তাঁর গানে ও লেখায় বারংবার ফিরে ফিরে এসেছে সমাজ জীবনের চিত্রপট। এক কথায় তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। গায়ক, সংগীত পরিচালক, গীতিকার এবং লেখক। আসলে নচিকেতা(Nachiketa Chakraborty) একটি আবেগের সমার্থক, অমূল‌্য যন্ত্রণাবোধের প্রতীক। পায়ে পায়ে সংগীতজগতে ২৬টি বসন্ত অতিক্রম করেও একইরকমভাবে জনপ্রিয়। সমানভাবে জুড়ে রয়েছেন মানুষের মনের মণিকোঠায়। আর তাইতো তাঁর বোধ ধারণকারীরা হয়ে উঠেছে এক একটি আগুনপাখি।

এরই মাঝে গত কয়েকদিন ধরে টলি তারকাদের রাজনৈতিক দল গুলিতে দল পরিবর্তনের হিড়িক লেগেছে। নির্বাচনের আগে কে যাবে তৃণমলে কে বিজেপিতে সেই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এরই মাঝে নচিকেতাও পড়লেন বিজেপির তোপের মুখে।

নচিকেতা মানেই জনসমাগম। নচিকেতা মঞ্চে উঠলেই মঞ্চ কাঁপে। আর এবার অরাজনৈতিক মঞ্চ থেকেই রাজনৈতিক নেতাদের একাংশের বিরুদ্ধে খারাপ মন্তব্যের অভিযোগ নচিকেতার বিরুদ্ধে। সম্প্রতি বর্ধমানে এক পৌর উৎসব মঞ্চে ছিল নচিকেতার(Nachiketa Chakraborty) অনুষ্ঠান। সেই মঞ্চ থেকে তিনি নিজের তৈরী গান ‘আজকে যিনি তেরঙ্গাতে, কাল ভক্ত রামে’ গাইলেন। তাঁর এই গানটি বিখ্যাত ও বহুলচর্চিত। জনপ্রিয় আধুনিক গান গাওয়ার সময় তিনি দলত্যাগী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কটুক্তি করেন বলে অভিযোগ। বর্তমান সময়ে যে ভাবে রাজনৈতিক নেতারা দল বদল করছেন তা সাম্প্রতিক অতীতে তেমন দেখা যায়নি। ঠিক সেই পরিস্থিতিতে সঙ্গীত পরিবেশনে নচিকেতার এই মন্তব্য যথেষ্ট তাৎপর্য পূর্ণ বলে ওয়াকিবহাল মহলের ধারণা।

অভিযোগ এই গানটি গাওয়ার পরেই নচিকেতা কিছু অশালীন শব্দ ব্যবহার করে। নচিকেতা বলেন, ‘যাঁরা নিজেদের চরিত্রবান ভাবছেন, তাঁরা নিজেরা জানেন না, তাঁরা আসলে কি’। আর এরপরেই জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি শুভম নিয়োগী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সেলিব্রিটি এবং শিল্পীদের নিজেদের মর্যাদারেখার মধ্যে থাকা উচিত, বর্ধমান উৎসব এখন তৃণমূল উৎসবে পরিণত হয়েছে’।

Related Articles