বিনোদন

জিরো ইনভেস্টমেন্টে শুরু করুন নিজের ব্যবসা, কর্মহীন অসহায় মানুষদের স্বনির্ভর করে তুলতে উদ্যোগী সনু সুদ

ভগবানের দূত বললে কিছু ভুল হয়না অভিনেতা সোনু সুদকে। সেই কোরোনাকাল থেকে একাধিকবার দুর্গতদের ত্রাতার ভূমিকায় দেখা গেছে অভিনেতা সোনু সুদকে। একের পর এক নানা মানবিক পদক্ষেপ নিয়ে সোনু সুদ ভারতের জনগণের কাছে এখন কার্যত সুপার হিরো।

তবে তিনি এবার যা করতে চলেছেন তা হয়তো এর আগে কেউ কখনো করেননি। অনেক সেলিব্রেটিদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা যায় তবে সোনু সুদ যে মানবিক উদ্যোগ এবার নিয়েছেন তা অভাবনীয়। আর এই উদ্যোগে এক বা দুজন নয় উপকৃত হতে চলেছেন বহু মানুষ। সোনুসুদের এই উদ্যগ এর কথা প্রকাশ্যে আসতেই দেশবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

করোনাকালীনে প্রচুর মানুষ কাজ হারিয়েছেন, আবার অনেকে মূলধনের অভাবে ব্যবসাও শুরু করতে পারছেন না এরকম লোক কম নয় এবার তাদের জন্য অর্থাৎ অর্থনৈতিক ভাবে যারা দূর্বল তাদের পাশে দাড়াতে চলেছেন সোনু সুদ।

সম্প্রতি তিনি এবার বেকার যুবকদের জন্য একটি নতুন স্কিম নিয়ে আসছেন। কেবল সাহায্য নয় এবার হাজার হাজার কর্মহীন মানুষের স্বনির্ভর করে তুলতে উদ্যোগী হয়েছেন তিনি। এই স্কিমটির মাধ্যমে জিরো ইনভেস্টমেন্ট এ ব্যবসা করার সুযোগ পাবেন কর্মহীন ব্যক্তিরা।

তিনি নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্টার এর ছবি পোস্ট করেছেন যেখানে ক্যাপশনে লিখেছেন প্রস্তুত থাকুন। পোস্টারটিতে লেখা আছে “জিরো ইনভেস্টমেন্টে আপনার নিজের মালিক হন। এই নতুন উদ্যোগের আওতায় আমরা গ্রামের যুবকদের ক্ষমতায়নের চেষ্টা করব।” এই খবর সামনে আসতেই প্রশংসিত হয়েছেন তিনি। এখন অপেক্ষা কেবল বাস্তবায়নের।

Related Articles