একমাত্র ছেলে ও স্ত্রীকে সঙ্গে নিয়ে ছুটিতে পাহাড়ের কলে বেড়াতে গেলেন ‘রানী রাসমনি’-এর গদাধর

সাম্প্রতি রানী রাসমণি জমজমাট গদাধর সারদামণির বিয়ে নিয়ে। বর্তমানে জি বাংলার ধারাবাহিক রানী রাসমণিতে দেখা যাচ্ছে গদাধর ও সারদামণির বিয়েতে মেতে উঠেছেন সকলে। টুকটুকে লাল বেনারসী, চেলি ও চন্দন-মুকুটে সাবেকীভাবে সেজেছেন ছোট্ট সারদা। কিন্ত সদ্য সারদাকে বিয়ে করতে না করতেই অন্য নারীতে মজল গদাধর।
বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জি বাংলায় ‘করুণাময়ী রানি রাসমণি’। এই মেগা সিরিয়ালে গদাধরের চরিত্রে সাহা ইতিমধ্যেই মন জয় করে ফেলেছেন জনতার। আর সারদা মায়ের চরিত্রে অভিনয় করছেন অয়ন্যা চট্টোপাধ্যায়। বিয়ে হতে না হতেই সারদামনিকে ভুলে অন্য নারীতে মজেছে গদাধর।
গদাধর অন্য নারীতে মজেছে কথাটা শুনে অবাক হচ্ছেন তো? রিল লাইফে না মজেলেও রিয়েল লাইফে গদাধরের অন্য নারীতে ই মজেছেন। তবে অন্য নারীনা আসলে গদাধর থুড়ি সৌরভ মজেছে তার নিজের স্ত্রীর সঙ্গে।
ব্যস্ততার মাঝে ধারাবাহিকে শুটিং থেকে কিছুদিনের সময় বের করে সপরিবারে পাহাড়ে ঘুরতে গিয়েছেন সৌরভ(Sourav Saha)। সপরিবারে ম্যাংগো ট্যাগোর হাউসে ঘুরলেন তিনি। আর ছুটি কাটানোর সেই নানান মুহূর্ত নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করছেন অভিনেতা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেইসব ছবি।