বিনোদনভাইরাল ভিডিও

অভিনেত্রী শ্রাবন্তীকে কি ‘অপরাধী’ বললেন রোশন? প্রকাশ্যে এলো না বলা কথা

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তার তৃতীয় স্বামী রোশন সিং এর ব্যক্তিগত জীবনের সমীকরণ নিয়ে গত কয়েক মাসে সরগরম সোশ্যাল মিডিয়া। ইনস্টাগ্রাম থেকে প্রথমে একে অপরের ছবি সরিয়ে ফেলতে দেখা গেছিল তারপর শ্রাবন্তী নিজের নামের পাশ থেকে সিং পদবীও সরিয়ে নেন। গত বেশ কয়েকমাস ধরে তাদের সম্পর্কের বিষয়ে নানান জল্পনা দানা বেঁধেছে। টলিপাড়ায় ছড়িয়েছে গুঞ্জনও। তবে এই সম্পর্কে যে চিড় ধরেছে তা রোশন সিংয়ের কথায় স্পষ্ট। তিনি একটি ইন্টারভিউ এ স্পষ্ট জানান যে তার সাথে শ্রাবন্তীর আর কোনো যোগাযোগ নেই।

তবে সম্পর্ক শেষ হয়ে গেলেও কি পুরোপুরি ভুলতে পেরেছেন প্রাক্তন স্ত্রী কে? সম্পর্কের শেষ করার কোনো কারন না জানালেও রোশন যে যথেষ্ট কষ্টে আছেন তা মাঝেমধ্যে প্রকাশ পাই। এবার সম্প্রতি একটি পোস্ট থেকে তিনি ইঙ্গিতে শ্রাবন্তীকে অপরাধী বলে পরিচয় দিয়েছেন বলেই ধারনা করা হয়েছে। কি এমন আছে পোস্টটিতে?

সম্প্রতি রোশন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে গাড়ির মধ্যে থেকে সামনের রাস্তার চলনকে ফ্রেমবন্দী করেছেন। গাড়ির মধ্যে বিরহের এক গান চলছে। সম্পর্ক ভাঙনের সেই জনপ্রিয় গান মাইয়া রে মাইয়া তুই অপরাধী রে গানটি চলতে দেখা গেল রেশনের গাড়িতে।

যা দেখেই নেটিজেনরা ধারনা করছেন যে এই গানটি শুনতে শুনতে আসলে কি তার নির্দিষ্ট কারোর কথা মনে পড়েছে? গানটি তাকেই কি উৎসর্গ করা? যদিও রোশন ক্যাপশনে লিখেছেন- কেবলমাত্র একটি গান কাউকে উৎসর্গ করছি না। তবে এমন ক্যাপশন আরো বেশী সন্দেহ জাগিয়েছে । রোশনের ক্যাপশন এ উৎসর্গের কথা এলো বা কেন? আপাতত এই গুঞ্জনেই মশগুল হয়েছে নেটনাগরিকরা।

Related Articles