বিনোদন

‘সূর্যের চেয়েও বেশি উজ্জ্বল তোমার চোখ’, পুঁচকে ইউভানকে আদরে ভরিয়ে দিলেন রাজ-ঘরণী রাজশ্রী

রূপকথার চেয়ে কম নয় তাদের জীবন। হাজার ঝড়ঝাপটা আসা সত্ত্বেও একে অপরের সাথে ছিলেন প্রতিটা মুহূর্তে। তাইতো বর্তমানে সকলের জন্য হয়ে উঠেছেন উদাহরণ। আর কেউ নন, তারা হলেন টলিউডের জনপ্রিয় তারকা জুটি রাজ চক্রবর্তী(Raj Chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলি(Subhasree Ganguly)। পরিচয় কর্মসূত্রে হলেও, ২০১৮ সালে চিরদিনের জন্য একে অপরের হয়ে গিয়েছেন তারা।

এরপর গত সেপ্টেম্বর মাসে তাদের পরিবার আলো করে জন্ম নিয়েছে প্রথম সন্তান ইউভান(Yuvaan)। জন্মের পর থেকেই বাবা-মায়ের মতোই সেলিব্রিটি হয়ে উঠেছে সে। কারণ, সোশ্যাল মিডিয়া জুড়ে তৈরি হয়েছে তার নিজস্ব ফ্যানবেস। অন্যদিকে তার মা-বাবার ইনস্টাগ্রাম প্রোফাইলে উঁকি দিলেও মিলবে তার প্রচুর ছবি।

সেরকমভাবেই সম্প্রতি ইনস্টাগ্রামে শুভশ্রী পোস্ট করেছেন ইউভানের বেশ কয়েকটি ছবি। যেখানে জুনিয়র চক্রবর্তীর পরনে রয়েছে চকোলেট রঙের হুডি। আসলে আপনমনে আসেপাশের দৃশ্য দেখতে ব্যস্ত ছিল সে। ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, “আমার দেখা সবচেয়ে উজ্জ্বলতম জিনিস হল তোমার চোখ। হয়তো সূর্যের চেয়েও বেশি উজ্জ্বল। মা তোমায় অনেক বেশি ভালোবাসে।”

উল্লেখযোগ্য, নিয়মিত ছেলের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ‘রাজশ্রী’ জুটি। অন্য তারকারা যেমন তাদের সন্তানদের লাইমলাইট থেকে দূরে রাখতে চান, কিন্তু এই বিষয়ে ব্যতিক্রমী তারা। কারণ, তাদের মতে অনুগামীদের আশীর্বাদ ইউভানের জন্য সমানভাবে জরুরি। তাইতো জন্মের পর হাসপাতাল থেকেই পোস্ট করেছিলেন নতুন সদস্যের ছবি। যা দেখার পর তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছিলেন সকলে।

Related Articles