অফবিটভাইরাল ভিডিও

অল্পের জন্য প্রানে বাচল বহু মানুষ, গঙ্গায় হটাৎ এলো বড় বান, ভাসে গেলো নদীর দুই পাড়, দেখুন ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়া এমন একটি মাধ্যম যেখানে সারাদিন নানান ভাইরাল ভিডিও আনাগোনা করে। সামান্য স্মার্টফোনের মাধ্যমে আমরা গোটা পৃথিবীর ঘটনা জানতে পারি৷ ছোট্ট একটি শেয়ারের মাধ্যমে বিভিন্ন ভিডিও ভাইরাল হয়ে যায়। দিন যত এগিয়েছে মানুষ হয়েছে ততই আধুনিক। মানুষের চাহিদা দিনের পর দিন পাল্টেছে। তাই সোশ্যাল মিডিয়ার মত এমন প্ল্যাটফর্ম মানুষ আবিষ্কার করেছে যেখানে অবসর সময় যেমন কাটানো যায় তেমনি নিজের ইচ্ছেমতো কিছু মানুষের কাছে প্রকাশ করা যায়।

যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা ভাইরাল শব্দটির সঙ্গে বেশ পরিচিত। একটি শেয়ার অপশন কোনো ঘটনাকে সকলের সামনে নিয়ে আসে। তাই প্রতিদিন যেহেতু সামাজিক মাধ্যমে দেখা যায় নানান ভিডিও তেমন সেই ভিডিওগুলির কিছু কিছু হয় বেশ অবাক করা আবার ভয়ানক। সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে এমন মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে সকলের মধ্যে।

গঙ্গা নদীতে মাঝেমধ্যে ছোটো-ছোটো বান আসে। নদীতে জোয়ারভাটা সবসময় লেগেই থাকে। প্রতিদিন নিয়ম করে জোয়ার ও ভাটা হয় নদীতে। তবে সেই জোয়ার কিংবা বান হলে নদীর পাড়ে সেরকম প্রভাব পড়ে না। সকলের কাছেই তা স্বাভাবিক ব্যাপার। কিন্তু ভাইরাল হওয়া ভিডিওতে যে বানটি দেখা গিয়েছে তা দেখে অনেকেই অবাক হয়েছেন।

শান্ত ছিল পরিবেশ৷ ধীরে ধীরে জল বইছে গঙ্গায়। কিন্তু এরপরেই হঠাৎ করে বান আসে নদীতে। একেবারে নদীর দুই পাড় ভাসিয়ে নিয়ে যায় সেই বান। আর এই ঘটনা একজন ব্যক্তি নিজের মোবাইলে রেকর্ড করেন। ঘটনাটি সামাজিক মাধ্যমে পোস্ট করতেই বেশ ভাইরাল হয়ে যায়।

Related Articles