বিনোদনভাইরাল ভিডিও

বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন সুশান্ত সিং রাজপুত, আরও এক প্রতিভার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

গত ১৪ই জুন যেনো হঠাৎ করেই সবকিছু থমকে যায়। ওইদিন সকালে মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তরুণ বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ। আর তারপরই গোটা দেশের বিভিন্ন স্তরের মানুষ সহ বলিউড তরুণ অভিনেতার মৃত্যুর তদন্তের সুবিচার চেয়ে প্রতিবাদে নামে। প্রয়াত তরুণ অভিনেতার অভিনয়ের পাশাপাশি ছিল অন্যান্য বিষয়ে দক্ষতা। বহুমুখী প্রতিভার অধিকারী সুশান্ত অভিনয়ের পাশাপাশি খেলাতেও ছিলেন যথেষ্ট দক্ষ।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে জদিও ভিদেওটি পুরনো, যেখানে দেখা যাচ্ছে সুশান্ত সিং রাজপুত ডান হাতের পাশাপাশি বাম হাত দিয়েও অনায়াসে বল করছেন তিনি। তিনি ছিলেন একজন অলরাউন্ডার। পড়াশোনাতে ছিলেন মেধাবী, মহাকাশের বিভিন্ন বিষয়ে তার যথেষ্ট উৎসাহ ছিল, তিনি কোডিং লিখতেন।

এর পাশাপাশি খেলাধুলাতে সমান দক্ষ ছিলেন। ক্রিকেট খেলায় তিনি বিশেষ করে বেশি দক্ষ ছিলেন। আর তাই ‘ধোনি দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমাতে মহেন্দ্র সিং ধোনির ‘হেলিকপ্টার শট’ আয়ত্ত করে নিয়েছিলেন। তিনি ক্রিকেটে বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং-এ সমান দক্ষ ছিলেন।

এই বহুমুখী প্রতিভাবান অভিনেতার মৃত্যুতে ধাক্কা খেয়েছে বলিউড সহ গোটা দেশ। এদিকে তার মৃত্যু তদন্ত ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য।

Related Articles