নিউজবিনোদন

ফের ঘোর বিপদে সুশান্তর পরিবার! গুলিবিদ্ধ প্রয়াত সুশান্তের ভাই

গত ১৪ই জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাটে রহস্যজনক মৃত্যু ঘটে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের(Sushant Singh Rajput)। এরপর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। অভিনেতার মৃত্যু আদেও আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন তা স্পষ্ট হয়নি। সুশান্তের মৃত্যুর পর গোটা দেশের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদে নেমে পড়ে। তার মৃত্যু কীভাবে হয়েছে তা জানতে তদন্ত করার প্রতিবাদ ওঠে। এরপর দেশের সর্বোচ্চ আদালত সিবিআই (CBI)-এর উপর অভিনেতার মৃত্যুর মামলার নির্দেশ দেয়।

তবে এই ঘটনার পর অনেক কিছু ঘটে গেলেও অভিনেতার মৃত্যু ঠিক কী কারণে হয়েছে, এটি সত্যিই আত্মহত্যা কিনা সে বিষয়ে স্পষ্টত কিছুই জানায়নি সিবিআই। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাবা মোদী সরকারের কাছে ন্যায্য বিচার চান। তার ছেলের মৃত্যু কীভাবে হলো সে বিষয়ে যাতে তদন্ত হয় সেই দিকটি দেখতে অনুরোধ করেন তিনি। তবে অভিনেতার মৃত্যুর কারণ স্পষ্ট না হতে হতেই এরই মাঝে ঘটে গেলো আরও একটি ঘটনা।

যা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিহারে। এবার প্রকাশ্যে দিন দুপুরে প্রয়াত অভিনেতার তুতো ভাইয়ের উপর চলল এলোপাথাড়ি গুলি। কে বা কারা এই আক্রমণ করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। সুশান্তের ভাই রাজ কুমার সিং -এর বিহারের সিরষা জেলার মাধেপুরে রয়েছে একটি বাইকের শো-রুম। আরও পাঁচ দিনের মতন গত শনিবার আলি হাসান নামের এক কর্মচারীকে নিয়ে তিনি তার শো-রুমের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

এরপর বৈজন্তীপুর চকে অজ্ঞাতপরিচয় তিনজন দুষ্কৃতি তাদের লক্ষ্য করে গুলি চালায়। এরপরেই ঘটনাস্থল থেকে পালায় তিন জন দুষ্কৃতি। এই ঘটনার পর রাজ কুমার সিং-কে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, রাজ কুমারের অবস্থা একটু স্থিতিশীল। তার বয়ান রেকর্ড করা হয়েছে। কিন্তু দিনের বেলায় হঠাৎ তার উপর এমন আক্রমণ কেনো হলো এই নিয়ে উঠছে প্রশ্ন। তার কোনো শত্রু এই কাজ করেছে কিনা তাও তদন্ত চলছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Related Articles