বিনোদনভাইরাল ভিডিও

চুপিসারে বোনের বিয়েতে জমিয়ে মজা করছেন সুস্মিতা সেন, ভাইরাল বিয়ের ভিডিও

এবার চুপিচুপি পশ্চিমবঙ্গের কোন্নগরে আসলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেন। মিডিয়ার কাছে ঘুনাক্ষরেও টের পেতে দেননি তার পশ্চিমবঙ্গে আসার কথা। তার সঙ্গে এসেছিলেন তার বাবা, মা, তার ভাই রাজীব সেন ও তার স্ত্রী চারু আসোপা, বয়ফ্রেন্ড রহমান ও দুই মেয়ে রেনে ও অ্যালিশা। নেতাজী সুভাসচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গাড়ি করে কোন্নগড় আসেন সুস্মিতা।

সুস্মিতা সেনের জেঠতুতো বোন ঐন্দ্রিলা সেনের বিয়ে উপলক্ষ্যে কোন্নগর এসেছিলেন তারা। বিয়েতে একেবারে সাধারণ সাজেই সকলকে মাত করেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। বোনের বিয়েতে সালোয়ার কামিজ ও তার সঙ্গে মানানসই সাজে একেবারে আকর্ষণীয় হয়ে উঠেছিলেন তিনি। বিয়েতে ডায়েট ভুলে তিনি পাত পেড়ে খেলেন মাটন কারি ও চিতল মাছের মুইঠ্যা।

বাঙালি রীতিতেই বিয়ে হয়েছে সুস্মিতা সেনের জেঠতুতো বোন ঐন্দ্রিলা সেনের। বিয়ের রীতি অনুযায়ী বৌ-এর পিড়ি ধরেছিলেন রাজীব ও রহমান। বোনের বিয়েতে এসেও একেবারে সাধারণ অতিথিদের মতোই ছিলেন সুস্মিতা। একেবারে যেনো সেন পরিবারের মেয়ে হয়েই ছিলেন।সুস্মিতার কোন্নগরে আসার খবর ঘুনাক্ষরে কেউ জানতে না পারলেও পরে তার বোন ঐন্দ্রিলা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন৷

আর সেই ছবিতে সুস্মিতা সেন ছিলেন। নিমেষই সেই ছবি ভাইরাল হয়ে যায়। এরপর সবাই জানতে পারেন আসল ঘটনা৷ সুস্মিতা সেনের বয়ফ্রেন্ড রহমান একটি মিউজিক ডেবিউ করছেন। সেই মিউজিক ভিডিওতে পাপন-এর গাওয়া ‘মওলা’ গানে রহমানের সঙ্গে দেখা যায় এরিকা ফার্নান্ডেজকে। ভিডিওটি বেশ ভাইরাল হয়। ভিডিও টি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে সুস্মিতাকে ধন্যবাদ জানিয়েছেন রহমান।

Related Articles