বিনোদন

শুধুই কি বন্ধুত্ব নাকি প্রেম! চুপিচুপি কর্ণকে ছেড়ে শোভনের সাথে চুটিয়ে প্রেম করছেন স্বস্তিকা!

টেলিভিশন ধারাবাহিকের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন স্বস্তিকা দত্ত। বিগত কয়েকবছর ধরে দক্ষ অভিনয় ও মিষ্টি হাসির মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকদের মধ্যে। একেবারে বড়ো পর্দা দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবিতে প্রথম দেখা যায় তাকে। এরপর ছোটো পর্দাতেও প্রচুর খ্যাতি অর্জন করেছেন এই অভিনেত্রী।

বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কি করে বলবো তোমায়’তে অভিনয় করছেন তিনি। অন্যদিকে সঙ্গীত জগতের অতি পরিচিত নাম শোভন গাঙ্গুলি(Shovan Ganguly)। ‘সা রে গা মা পা’ রিয়্যালিটি শো’এর মাধ্যমেই নাম লিখিয়েছেন বাংলা সঙ্গীত দুনিয়ায়। খুব শীঘ্রই আসতে চলেছে তার আরও নতুন দুটি গান। কয়েকদিন ধরেই সমালোচনা চলছে যে, এই দুজনের মধ্যে শুরু হয়েছে প্রেমের সম্পর্ক।

কারণ, তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই মিলবে দুজনের ছবি। সম্প্রতি শোভন পোস্ট করেছেন একটি ছবি। যেখানে স্বস্তিকা কমেন্ট করেছেন, ‘ক্যয়া আপকে টুথপেষ্ট মে নমক হ্যায়?’। তার উত্তরে শোভন(Shovan Ganguly) লিখেছেন, ‘জরুর হ্যায়’। তাদের একসাথে কাটানো নানান মুহূর্ত দেখে নেটিজেনরা আশঙ্কা করছেন, হয়তো প্রেম করছেন তারা।

অন্যদিকে কিছুদিন আগে আরও একটি ছবির জন্য উঠেছিল প্রশ্ন। কারণ সেখানে, স্বস্তিকার আঙুলে দেখা গিয়েছিল একটি আংটি। সেটি দেখে সকলে ভেবেছিলেন, স্বস্তিকা-শোভন হয়তো গোপনে বাগদান পর্ব সেরে ফেলেছেন। যদিও এই বিষয়ে এই জুটি জানিয়েছেন, প্রেমের নয় আপাতত বন্ধুত্বের সম্পর্কই রয়েছে তাদের মধ্যে। তাই মিডিয়াকে অনুরোধ করেছিলেন এসব বিষয় নিয়ে জলঘোলা না করতে।

Related Articles