‘কণীনিকা’র কোলে পুঁচকে মেয়ে, একরত্তি ‘কিয়া’র সুইট ভিডিও ভাইরাল

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা। অভিনয় সংসার সবটাই কঠোর হাতে সামলাচ্ছেন অভিনেত্রী। কিছুদিন আগেই মা হয়েছে কনীনিকা। দেখতে দেখতে বেশ কিছুটা বড় হয়ে গিয়েছে কনীনিকার মেয়ে। আর এবার সরস্বতী পুজো ও মায়ের সঙ্গে উজ্জাপন করে কনীনিকার মেয়ে।
ব্যবসায়ী সুরজিৎ হরিকে ২০১৭ সালে বিয়ে করেন কনীনিকা। বিয়ের পরও অভিনয় জারি রেখেছিলেন অভিনেত্রী। এরপর ‘মুখার্জিদার বউ’-ছবির শ্যুটিং- র সময় জানা যায় অন্তঃসত্ত্বা কনীনিকা। এরপরেই কিয়ার জন্ম দেন অভিনেত্রী।
বর্তমানে বেশ কিছুটা বড় হয়ে গিয়েছে কিয়া। কিয়ার সুইটনেস কিন্ত সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। এরই মাঝে কিছুদিন আগেই টলিউড মেতেছিল সরস্বতী পুজোয়। সরস্বতী পুজোয় কিন্ত মেতেছিল কনীনিকাও।নিজের বাড়িতে আয়োজন করেছিলেন সরস্বতী পুজোর। মেয়ে অন্তঃকরণা ওরফে কিয়াকে কোলে নিয়ে সরস্বতী পুজোর ভিডিও শেয়ার করে অভিনেত্রী। যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওতে কনীনিকার মেয়ে কিন্ত নেরু। কারণ কিছুদিন আগেই মেয়ে ও স্বামীকে নিয়ে তিরুপতি গিয়েছিলেন অভিনেত্রী।
আর সেখানেই মানদ অনুযায়ী দেড় বছরের কিয়ার চুল দান করেন কণীনিকা। মেয়ে বরকে নিয়ে তিরুপতিতে বেশ কয়েকটি ছবিও কিন্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কণীনিকা। ছবিতে সাদা রঙের কেরালা কটন শাড়ি শাঁখা-পলা ও নোয়া, সিঁথিতে সিঁদুর ও কপালে টিপ পরে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। অন্যদিকে কণীনিকার স্বামীর পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি-পাজামা তাদের সঙ্গে ছিল কিন্ত কিয়াও।