টেক নিউজনিউজ

স্বল্প খরচে নজরকাড়া প্রযুক্তি! পরিবহনে ফের বিপ্লব আনলো টাটার পিক আপ ট্রাক, রইল বিস্তারিত

দূর-দূরান্তে পণ্য পরিবহনের জন্য ট্রাকে করেই মাল বহন করে নিয়ে যাওয়া হয়। এর ফলে কোথাও নদী বা কোথাও রাস্তা খারাপ থাকলে সেখানে ট্রাকের যাতায়াত করা খুবই অসুবিধা জনক হয়ে পড়ে। সেইসব কথা মাথায় রেখে পণ্য পরিবহনকে সুদৃঢ় করতে টাটা সংস্থা নিয়ে এলো টাটা যোদ্ধা ২.০, টাটা ইন্ট্রা ভি৫০, টাটা ইন্ট্রা ভি২০ বাই-ফুয়েল ট্রাক। টাটা সংস্থার তৈরি করা এই নতুন পিক-আপ ট্রাক নজর কেড়েছে প্রত্যেকের। চলুন জেনে নেওয়া যাক এই নতুন পিক-আপ ট্রাকের বৈশিষ্ট্য বা গুনাগুন। যার কারণে এই ট্রাক জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে।

টাটা যোদ্ধা ২.০
১) টাটার এই পিক-আপ ট্রাক টাটা যোদ্ধা ২.০-এর সর্বোচ্চ বহন ক্ষমতা ২০০০ কেজি। এই ট্রাক প্রতিকূল পরিবেশ হোক বা দুর্গম পথ সব জায়গা দিয়েই এই ট্রাক পণ্য পরিবহন করতে পারবে।
২) এই ট্রাকটির ডিজেল ইঞ্জিন রয়েছে ২৫০ এনএম টর্ক সহ ২.২ লিটার।
৩) এছাড়া এই ট্রাকের কারুকার্য এবং নকশাও দুর্দান্ত। এর সাথে মেটালিক বাম্পার এবং ফেন্ডারও রয়েছে।
৪) এই ট্রাকের সর্বোচ্চ গ্রেডিবিলিটি ৩০%। এছাড়া সিঙ্গেল ক্যাব, ক্রিউ ক্যাব দুটোই এই মডেলের মধ্যে রয়েছে।

টাটা ইন্ট্রা ভি ৫০
১) টাটা সংস্থার আর এক নতুন ট্রাক টাটা ইন্ট্রা ভি৫০। এর সর্বোচ্চ বহন ক্ষমতা ১৫০০ কেজি। এছাড়া এই ট্রাক উচ্চ বহন ক্ষমতা সহ আরামদায়ক কেবিন এবং উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি।
২) এই ট্রাকটি মফস্বল এলাকার জন্য তৈরি করা হয়েছে। এছাড়া এই ট্রাকে ডিজেল ইঞ্জিন রয়েছে ২২০ এনএম টর্ক সহ ১.৫ লিটার।
৩) এই ট্রাকের উচ্চতম লোড বডি ২৯৬০ মিমি।

টাটা ইন্ট্রা ভি২০ বাই-ফুয়েল
১) টাটা সংস্থার আরও একটি নতুন এই ট্রাকের সর্বোচ্চ বহন ক্ষমতা হল ১০০০ কেজি।
২) এই ট্রাকের বাই-ফুয়েল ইঞ্জিন রয়েছে ১০৬ এনএম টর্ক সহ ১.২ লিটারের।
৩) এছাড়া এই ট্রাক সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করতে পারে ৭০০ কিলোমিটার।

জানা গিয়েছে ইতিমধ্যে প্রায় এক লক্ষ্য গ্রাহক টাটা সংস্কার এই নতুন পিক-আপ ট্রাকগুলি পছন্দ করেছেন। তাই দেরি না করে নতুন ফিচার এবং নজর কাড়া ডিজাইনযুক্ত পণ্য পরিবহনের এই পিক-আপ ট্রাক কিনে নিন। এছাড়া গ্রাহকরা এই নতুন পিক-আপ ট্রাক কেনার পরে বিভিন্ন ধরনের পরিষেবা পাবেন।

Related Articles