অফবিটনিউজ

একেই বলে প্রতিভা ! কুমড়োর বীজে রবীন্দ্রনাথ, নেতাজির ছবি ফুটিয়ে রেকর্ড গড়ল বছর ১০-এর কিশোরী

প্রতিভার কাছে যে বয়স সংখ্যামাত্র, তা আমাদের বারবার প্রমাণ করে দেয় বিভিন্ন ঘটনা। সম্প্রতি সেরকমই একটি দৃশ্য উঠে এলো। দেশের কনিষ্ঠতম হিসেবে ‘ইন্ডিয়ান বুক অব রেকর্ড’এ নাম তুললো ঋতমা ধর। তাও আবার কুমড়ো বীজে ছবি এঁকে! কি অবাক হলেন তো? হওয়াটাই স্বাভাবিক। তবে আরও অবাক হবেন ঋতমার বয়স জানলে। কারণ, মাত্র ১০ বছর বয়সে এই কান্ড ঘটিয়েছে সে।

হাওড়ার মন্দিরতলার বাসিন্দা ঋতমার ছবি আঁকার প্রতি ঝোঁক ছিল খুব অল্প বয়স থেকেই। জানা গিয়েছে, মাত্র তিন বছর বয়সে খেলার ছলে সে ছবি আঁকা শুরু করে। যা দেখে তার বাবা-মা পড়াশোনা শেখানোর আগেই ভর্তি করেন অঙ্কন শিক্ষকের কাছে। এরপর থেকেই ধীরে ধীরে তার প্রতিভা প্রকাশ পেতে থাকে। তার মায়ের মতে, ঋতমা প্রথমে চেষ্টা করেছিল ডাল ও চিঁড়ের ওপর।

তবে তা ঠিকঠাক না হওয়ায়, তাকে পরামর্শ দেওয়া হয় কুমড়ো বীজের ওপর ছবি আঁকার। তখন থেকেই সে কুমড়োর বীজে একে একে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজী সুভাষ চন্দ্র বসুর ছবি আঁকতে শুরু করে। শুধু তাই নয় সে এই বীজে ফুটিয়ে তোলে আস্ত এক গ্রামের ছবি। মেয়ের অসাধারণ এই সৃষ্টিকলা দেখে, তন্ময়বাবু তা পাঠিয়ে দেন ‘ইন্ডিয়ান বুক অব রেকর্ড’এর দপ্তরে। যা দেখার পর মুগ্ধ হয়েছেন বিচারকরা।

একইসাথে কাগজে আঁকা একটি ছবিও সেখানে পাঠানো হয়েছিল। যার প্রেক্ষাপট ছিল শিশু কন্যাদের রক্ষা ও সমাজের নারী নির্যাতন৷ সেই ছবিও তাক লাগিয়েছে সকলকে। এরপর বিচারকদের সম্মতিতে তাকে দেওয়া হয় এই বিশেষ সম্মান। যার ফলে ঋতমা তার স্বপ্ন জয়ের পথে এক ধাপ এগিয়ে গিয়েছে। এখন তার লক্ষ্য ‘গিনিস বুক অব ওয়ার্ল্ড’এ নাম তোলা।

Related Articles