অভিনেত্রী দর্শনার উষ্ণ শরীরচর্চার দৃশ্যে তোলপাড় ইনস্টাগ্রাম, মুহূর্তে ভাইরাল ভিডিও

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বনিক। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোরকমই সক্রিয়। তার রূপের ঝলক আর মিষ্টি হাসি ঘুম উড়াতে বাধ্য করবে। দর্শনা মডেলিং দিয়ে প্রথমে তার টলিউডের প্রবেশ শুরু করেন। এরপর ধীরে ধীরে যতদিন এগিয়েছে তার পদ তত উন্নত হয়েছে। মিষ্টি হাসির এই অভিনেত্রী মাঝেমাঝেই তার সোশ্যাল হ্যান্ডেলে ছবি, ভিডিও শেয়ার করেন। আর তা ভাইরাল হয়ে যায় নিমেষেই। ভাইরাল হবে নাই বা কেনো, তার এমন মিষ্টি মুখ আর হাসির রেষ যেকোনো হৃদয়কে এক মিনিটেই ঘায়েল করতে পারে।
সম্প্রতি দর্শনা তার ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে নিজের ঘরে ওয়ার্ক আউটে মন দিয়েছেন তিনি। পুজোয় অনেক খাওয়া দাওয়ার পর নায়িকা এখন ওয়ার্ক আউটে মজেছেন। তিনি যে রিল ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে কমলা ক্রপ টপ এবং কালো ট্যাক প্যান্ট পড়ে নিজের ফ্ল্যাটের একটা ঘরে গানের তালে স্কোয়াড করছেন। আর তাকে এক নতুন অবতারে দেখা গিয়েছে ভিডিওটিতে। আর তারফলে ভিডিও ভাইরাল মূহুর্তেই। এই ভিডিওতে তিনি বিনা মেকাপেই ঘায়েল করেছেন অনেক হৃদয়কে।
ভিডিওটিতে ভিউজ এর সঙ্গে বেড়ে চলেছে লাইক ও কমেন্টের সংখ্যা। সম্প্রতি দর্শনার নতুন একটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। যেখানে তিনি ও অর্জুন চক্রবর্তী জুটি বেঁধে অভিনয় করেছেন। ভিডিওতে বাজছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘মাঝে মাঝে তব দেখা পাই’।