নিউজ

আইনে সংশোধন আনছে কেন্দ্র, রাস্তার কুকুরকে আঘাত করলে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা জরিমানা ও হাজতবাস

এবার রাস্তার কুকুরদের গায়ে ঢিল মারলে হতে পারে বড়সড় শাস্তি। শুধুমাত্র জরিমানা নয়, এবার হাজতবাসও হতে পারে। জরিমানা নির্ধারণ করা হয়েছে ৭৫,০০০ টাকা পর্যন্ত। কেন্দ্র সরকার এবার থেকে পুরোনো আইনে এমন সংশোধন আনতে চলেছে। দীর্ঘ ৬০ বছর আগের আইনে এবার আসছে বড়সড় বদল। আগের আইনে পশুর উপর অত্যাচার করলে তেমন শাস্তি বা জরিমানা কোনোটাই দেওয়া হত না।

পশুকে মেরে ফেললেও ৫০ টাকা জরিমানা দিলেই মিটে যেত। এবার সেই নিয়মের উপর দীর্ঘ ৬০ বছর পর বদল আনতে চায় কেন্দ্র সরকার। পুরোনো আইনে পশুদের উপর অত্যাচারের মাপকাঠি নিয়ে কোনোরকম সুস্পষ্ট নির্দেশ দেওয়া ছিল না। এছাড়া পশুর উপর অত্যাচার করলেও জরিমানা এতটা কম হওয়ার কারণে খুব সহজেই কেউ এই অন্যায় করেও সহজেই নিস্তার পেয়ে যেতো।

তাই এবার সকলেই যাতে আইনের দ্বারা প্রভাবিত হয় এবং রাস্তায় গাড়ি চালানোর সচেতনতা যাতে আরো বৃদ্ধি পায় তারই চেষ্টা বলে মনে করা হচ্ছে নতুন আইনটি। নতুন আইনের খসড়াতে তিন ধরনের হিংসার উল্লেখ করা রয়েছে। ১. স্বল্প আঘাত, ২. আঘাতের ফলে শরীরের কোনো অংশে ক্ষতি, ৩. আঘাতের কারণে মৃত্যু ঘটলে। এই তিন ধরনের হিংসায় রয়েছে সাজা। প্রত্যেকেই যারা পশুদের উপর অত্যাচার করবে বলে প্রমাণ হবে সকলেই এই শাস্তির আওতায় পড়বেন।

পশুদের আঘাত করলে ৭৫০ টাকা থেকে ৭৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা ও হাজতবাস হতে পারে। পুরোনো আইনটি সংশোধনের প্রস্তাবনা নিয়ে আসেন রাজ্যসভার সাংসদ রাজীব চন্দ্রশেখর। জানা গিয়েছে, আইন সংশোধনের সমস্ত খসড়ার কাজ শেষ হলে সব মহলকে জানিয়ে দেওয়া হবে৷ তারপর নতুন আইন আনা হবে।

Related Articles