রান্নাঘরে গ্যাস ওভেনের নীচ থেকে ফণা তুলে উঠল বিশালাকার কোবরা, তুমুল ভাইরাল ভিডিও

সাপ দেখলে আমরা সকলেই দশ হাত দূরে থাকি। সাপের একটি ছোবল একটি তরতাজা প্রাণ কেড়ে নিতে পারে নিমেষেই। তাই সাপ দেখলে তার থেকে দূরত্ব বজায় রাখা উচিত। সোশ্যাল মিডিয়ায় রোজই নানান ধরনের ভিডিও ভাইরাল হয়। যার মধ্যে অনেক ভিডিও যেমন আমাদের মনোরঞ্জন জোগায়, আবার অনেক ভিডিও আমাদের অবাক করে। পশুপাখি লড়াই-এর নানান ভিডিও দেখি আমরা সামাজিক মাধ্যমে যার মধ্যে অনেক ভিডিওতে বেশ অবাক করে।
সমাজে লড়াই করে থাকতে হয়। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে সমস্ত স্তরের প্রাণীরা লড়াই করে। আর এভাবেই যুগের পর যুগ ধরে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই চলছে। সামাজিক মাধ্যম আজ আমাদের জীবনের দৈনন্দিন অঙ্গ হয়ে উঠেছে। বর্তমানে এমন মানুষের সংখ্যা অনেক কম যারা সামাজিক মাধ্যমের কোনো একটি প্ল্যাটফর্মে অবস্থান করেন না। তাই মানুষ তার দৈনন্দিন জীবনের কিছুটা সময় সামাজিক মাধ্যমের প্রতি ব্যবহার করে। আর এভাবেই অবসর সময় সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করেন সকলে।
করোনার জেরে লক ডাউনের ফলে বেড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার। মানুষ ঘরে বন্দী হওয়ার ফলে সামাজিক মাধ্যমকে বানিয়েছে যোগাযোগ মাধ্যম। আর সেখানে নিত্যদিন ভাইরাল হয় নানান ভিডিও। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাড়ির রান্নাঘরে সাপ।
ঘটনাটি বাড়ির মহিলাদের নজরে আসে। তারপর শেষ রক্ষা হয়। এই সাপের ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়। বিষধর সাপের এমন কর্মকাণ্ড দেখে হতবাক নেট দুনিয়ার মানুষ।