‘দ্য কাপল জার্নি চ্যালেঞ্জ’, দীর্ঘ দশ বছরের স্মৃতি দিয়ে ভিডিও পোস্ট করলেন নববধূ তৃনা

তাদের বন্ধুত্ব কম দিনের নয়, দীর্ঘ দশ বছরের। সাম্প্রতিক সময়ে যেখানে সম্পর্ক টেকানো রীতিমতো দুষ্কর ব্যাপার, সেখানে তারা দেখিয়ে দিয়েছেন ভালোবাসার জোর কতখানি। আর কেউ নন, তারা টেলি ধারাবাহিকের জনপ্রিয় মুখ নীল ভট্টাচার্য(Neel Bhattacharya) ও তৃণা সাহা(Trina Saha)। পরিচয় হয়েছিল ২০১১ সালে, তার ঠিক দশ বছর বাঁধলেন গাঁটছড়া।
তবে মাঝখানের এই দীর্ঘ সময় মোটেই সহজ ছিল না তাদের জন্য। কিন্তু হাজারো ঝড়ঝাপটা আসা সত্ত্বেও একে অপরের সাথে ছিলেন। অবশেষে গত ৪ঠা ফেব্রুয়ারী মহা আড়ম্বরের সাথে আবদ্ধ হলেন বিবাহবন্ধনে। ব্যাচেলর পার্টি, আইবুড়োভাত, মেহেন্দি থেকে শুরু করে সমস্ত আচার-অনুষ্ঠানের ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
যেগুলি দেখে তাদের শুভকামনায় ভরিয়ে তুলেছেন অনুগামী থেকে শুরু করে অন্যান্য তারকারাও। সম্প্রতি আরও একটি ভিডিও শেয়ার করেছেন তৃণা। তবে সেটি কোনো সাধারণ মুহুর্তের ভিডিও নয়। ‘দ্য কাপল জার্নি চ্যালেঞ্জ’ নামের একটি রিল ভিডিও পোস্ট করেছেন তিনি। যার মাধ্যমে স্বামীর প্রতি নিজের ভালোবাসা জ্ঞাপন করেছেন তিনি। পাশাপাশি সেখানে রয়েছে তাদের পুরনো সমস্ত ছবি।
ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “আপনি কোথায় যাচ্ছেন সেটা বড়ো কথা নয়, বড়ো কথা হল কার সাথে যাচ্ছেন। ধন্যবাদ নীল সারাজীবন আমার এক ও একমাত্র হয়ে থাকার জন্য। অনেক ভালোবাসি তোমায়।” শুধু তাই নয় তিনি অনুগামীদের বলেছেন, তাদের প্রেমকাহিনীও তৃনীলের সাথে ভাগ করে নেওয়ার জন্য। পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল হয়েছে তাদের এই রিল ভিডিও। পাশাপাশি ভালোবাসায় ভরিয়ে তুলেছেন সকলে।