অফবিটভাইরাল ভিডিও

মহাকাশে ভিন গ্রহীদের অস্তিত্ব, তুমুল ভাইরাল ভিডিও

ক্যামেরায় ধরা পরল ভিনগ্রহীদের অস্তিত্ব। যদিও এর আগেও অনেকবার ভিনগ্রহীদের কথা শোনা গেছে। কিন্তু এবার তাদের অস্তিত্ব ক্যামেরাবন্দি হয়েছে। তবে পৃথিবীতে নয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের তাদের অস্তিত্ব মিলেছে। বিজ্ঞানী ইভান ভাগনের নিজের ক্যামেরায় বন্দি করেছে এই দৃশ্য।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বসে এমন এক বস্তু দেখতে পান তিনি যেটিকে ভিনগ্রহের যান বলে প্রাথমিক ধারণা করা হয়েছে। বিজ্ঞানী ইভান ভাগনের ক্যামেরাতে ধরা পড়েছে ভিনগ্রহিদের অস্তিত্ব। এই নিয়ে সমস্ত বিজ্ঞান মহলে চলছে নানা জল্পনা।

এমনকি এই ভিডিও ফুটেজ গবেষণাগারে পাঠানো হয়েছে বিশ্লেষণের জন্য। রুশ বিজ্ঞানী ইভান ভাগনের ভিনগ্রহী যান বলে পাঁচটি বস্তুকে দক্ষিণ গোলার্ধ থেকে উড়ে যেতে দেখেছেন এবং ওই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন।

জানা গেছে এই ভিডিও ফুটেজটি রাশিয়ার অ্যাক্যাডেমি অফ সাইন্সের মহাকাশ বিজ্ঞানীরা পরীক্ষা করবেন। এছাড়াও ভিডিও ফুটেজটি মহাকাশ গবেষণা সংস্থা Roscosmos এর মুখপাত্র ভ্লাদিমির ইস্তিমেনকোর কাছে বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে।

Related Articles