ঘরে এলো ফুটফুটে পুত্র সন্তান, প্রথম সন্তানের বাবা হলেন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা

বলিউড জুড়ে লেগেছে খুশির হওয়া। কখনও বিটাউনে ভেসে আসছে সেলবেদের বিয়ের খবর আবার কখনও ভেসে আসছে সেলেবদের ঘরে সন্তান আসার খবর। আর এবার সেই সুখবর ভেসে আসল অভিনেতা নকুলের ঘরে। এবার বাবা হলেন অভিনেতা নকুল।
ইশকবাজ খ্যাত অভিনেতা নকুল মেহেতাকে(Nakuul Mehta) কে না চেনে। কিছুদিন আগেই জানা যায় প্রথমবার বাবা-মা হতে চলেছেন টেলি অভিনেতা নকুল মেহেতা ও গায়িকা জানকী পারেখ। নভেম্বরের প্রথম সপ্তাহেই এক মিষ্টি ফটোশ্যুটের মাধ্যমে জানকীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ফাঁস করেন নকুল। তাঁরা ঘোষণা করেন- ‘লকডাউনটা আমাদের একদম বোরিং কাটেনি। কারণ আমাদের কাছে সারা জীবনের সেরা স্মৃতি আসতে চলেছে, আমরা আর অপেক্ষা করতে পারছি না। আমাদের সেরা অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে’। শীঘ্রই বাবা-মা হতে চলেছি আমরা’। কিছুদিন আগেই ঘরোয়া আয়োজনেই সাধ খান জানকী।
আর এরই মাঝে সুখবরটা জানালেন অভিনেতা নকুল। ফেব্রুয়ারীর ৩ তারিখে ভূমিষ্ঠ হয় নকুল জানকীর ফুটফুটে পুত্র সন্তান। এই সুখবর নকুল নিজের ইন্সটাগ্রামে জানান। একরত্তির হাতের ছবি শেয়ার করেন অভিনেতা।
২০১২ সালে জানকীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন নকুল। বিয়ের আট বছর পর তাঁদের কোল আলো করে আসল তাদের প্রথম সন্তান। কিছুদিন আগেই ইনস্টাগ্রামে এক ভিডিয়ো পোস্ট করে নকুল লেখেন,’ এটাই আমাদের জার্নি প্রথমে বন্ধু তারপরে প্রেম এবং তারপরে বাকি সবকিছু’। অন্যদিকে বাদ যায়নি জানকীও। সেও নিজের ইনস্টাগ্রামে নকুলের সঙ্গে তাঁর বেশ কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘উই আর এক্সপ্যান্ডিং’।