নিউজ

অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃতদেহ নিজের কাঁধে বহন করে দাহ করলেন মহিলা সাব ইন্সপেক্টর

প্রবল শীতে কোনো পোশাক ছাড়াই এক বৃদ্ধ নগ্ন অবস্থায় রাস্তার ধারে মৃত অবস্থায় মরে পড়েছিলেন। তার দেহ যাতে সঠিক সৎকার করা হয় তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন এক মহিলা ইনস্পেকটর। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) শ্রীকাকুলামে (Srikakulam) । আর এই মহিলা পুলিশ কর্মীর কাজকে প্রশংসা করেছেন সকলে। ওই মহিলা ইনস্পেকটরের নাম শীর্ষা।

তিনি শ্রীকাকুলামের কাশিবুগ্গা পুলিশ স্টেশনে কাজ করেন সাব ইন্সপেক্টরের৷ ইনস্পেকটর শীর্ষা খবর পান একজন বৃদ্ধ রাস্তার ধারে মৃত অবস্থায় পড়ে রয়েছে। এই খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। বৃদ্ধটির কোনো পরিচয় পাওয়া যায়নি। শীর্ষা স্থানীয়দের অনুরোধ করেন মৃত বৃদ্ধটির দেহ বইতে তাকে সাহায্য করতে। কিন্তু গ্রামের কেউ শীর্ষাকে সাহায্যের হাত বাড়িয়ে দেননি।

এরপর তিনি নিজের কাঁধে বৃদ্ধের রোগা লিকলিকে মৃতদেহটি তুলে নেন। এরপর মহিলা পুলিশ কর্মীকে দেখে দুই একজন এগিয়ে আসেন। এরপর তারা কাঁধে করে মৃত বৃদ্ধটির দেহ নিয়ে আসেন। দেহটিকে স্থানীয় একটি স্বেচ্ছ্বাসেবী সংস্থার সহযোগিতায় দাহকার্য শেষ হয়৷ শীর্ষার এই কাজ ছড়িয়ে পড়েছে গোটা দেশে।

সকলেই ওই মহিলা পুলিশ কর্মীর কাজকে প্রশংসা করেছেন। তিনি একা হাতে যে কাজটি সাধন করেছেন তা সত্যিই কুর্নিশ পাওয়ার যোগ্য। তেলেঙ্গানা পুলিশ মহিলা পুলিশ কর্মী শীর্ষাকে ধন্যবাদ জানিয়ে টুইট করে লিখেছে “আপনি যে পেশা বেছেছেন এবং আপনি যে ইউনিফর্ম পরেন তার জন্য আমরা গর্ববোধ করি। আপনার কাজের জন্য আমরা কৃতজ্ঞ “।

Related Articles