বিশ্বের দরবারে ফের ভারতের জয়জয়কার, সর্বোচ্চ সম্মান পেলেন পদ্মশ্রীপ্রাপ্ত পদার্থবিদ রোহিনী গোড়বোলে

গত বছর মার্চ মাস থেকে শহরজুড়ে জাঁকিয়ে রাজ করছে অদৃশ্য ভাইরাস করোনা। পুরোনো বছর শেষ হয়ে নতুন বছর এসে গেলেও নাম নেই যাওয়ার। ২০২০ বাজে বলে অনেকেই গালমন্দ করেছে। তবে, ২০২১ বছরটা হয়তো অতটাও খারাপ নয়। আর তাই তো বিশ্বের দরবারে ফের একবার উজ্জ্বল হলো ভারত। সর্বোচ্চ সম্মান পেলেন ভারতীয় পদার্থবিদ। যা সত্যিই গর্বের।
সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত মানুষদের সম্মান প্রদান করে ফ্রান্স। আর এবার ভারতের মুখ উজ্জ্বল করে ফ্রান্সের অন্যতম সর্বোচ্চ সম্মান পেলেন পদ্মশ্রীপ্রাপ্ত পদার্থবিদ রোহিনী গোড়বোলে(Rohini Godbole)।
১৯৫২ সালে পুণেতে জন্মগ্রহণ করেন রোহিনী। পুণে বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক। সেখানে প্রথম হয়েছিলেন। তারপর ১৯৭৪ সালে তিনি আইআইটি বম্বে থেকে স্নাতকোত্তর করেন। সেখানেও প্রথম হয়েছিলেন। নিউ ইয়র্কের স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন।
২৫ বছরের বেশি বেঙ্গালুরুর ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স’-তে অধ্যাপনা করছেন তিনি। এরপর ২০১৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর রিসার্চ – এ কাজ করেছেন তিনি। ভারতের মহিলা বিজ্ঞানীদের নিয়ে জীবনীমূলক বইও লিখেছেন তিনি। তিনি সত্যিই ভারতীয় মেয়েদের কাছে এক অন্যতম নিদর্শন।