বিনোদন

সলমনের কোলে পুঁচকে ছেলে, শুভেচ্ছায় ভরিয়ে দিল নেটিজেনরা

বলিউডের ‘ভাইজান’ হলেন সালমান খান (Salman Khan)। তিনি তার দিনের বেশিরভাগ সময়টাই পরিবারের সঙ্গে কাটাতে ভালোবাসেন। তার পরিবারের সঙ্গে অনেক ছবিই নজরে আসে তার সোশ্যাল হ্যান্ডেলে চোখ রাখলে। এবার সম্প্রতি সালমান খানের কোলে এক খুদের ছবি ভাইরাল হয়েছে। কিন্তু সেই খুদে সালমান খানের সন্তান নয়। খুদেটি হল সালমান খানের বোন অর্পিতা (Arpita)-এর সন্তান। সালমান সুযোগ পেলেই তার বোন অর্পিতার সন্তান আয়াতের (Ayat) সঙ্গে খেলায় মাতেন।

মামার সঙ্গে বেশ ভালোই হাসি হাসি মুখে খেলতে থাকে ভাগ্নে। এবার আয়াতকে কোলে নিয়ে সালমান খানের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আয়াত এখন বেশ খানিকটা বড় হয়ে গিয়েছে। এবার নিজের পারিবারিক অনুষ্ঠানে আয়াতকে কোলে নিয়ে নাচলেন সালমান। আর সেই নাচের ভিডিও এখন সামাজিক মাধ্যমে বেশ ছড়িশে গিয়েছে। আয়াত ও মা সলমা খানের (Salma Khan) সঙ্গে সালমানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সম্প্রতি কৃষকদের আন্দোলন নিয়ে মুখ খুললেন বলিউড স্টার সালমান খান। তিনি জানান, যাতে কৃষকদের ভালো হয় সেটিই করা উচিত। তিনি একটি অনুষ্ঠানে মুম্বাইতে হাজির হলে তাকে সাক্ষাৎকারে এই প্রশ্ন করা হয়। তার উত্তরে এমনই মন্তব্য করেছেন সালমান খান।

বর্তমানে প্রভু দেবা পরিচালিত ছবি ‘রাধে’-এর শ্যুটিং-এ ব্যস্ত রয়েছেন সালমান খান। এই ছবিটি তৈরি হচ্ছে ‘ভাইজান’-এর প্রযোজনায়। ছবিটিতে সালমান খানের বিপরীতে দেখা যাবে দিশা পাটানিকে (Disha Patani)। এছাড়া সালমানের আরও একটি ছবির প্রথম লুক প্রকাশ্যে এসেছে। ছবির নাম ‘অন্তিম। এই ছবিতে ভাইজান পুলিশের ভূমিকায় অভিনয় করছেন।

Related Articles