অফবিটভাইরাল ভিডিও

নেই কোনও বাদ্যযন্ত্র, সম্পূর্ণ খালি গলায় দেশাত্মবোধক গান গেয়ে মুগ্ধ করল খুদে ছেলে, ভাইরাল ভিডিও

গত ১৯৩০ সাল থেকে অর্থাৎ ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার আরও অনেক আগে থেকেই পালিত হয় এই দিনটি। তাই ২৬শে জানুয়ারি ভারতের প্রতিটি মানুষের কাছে একটি বিশেষ দিন। ভারত এমন একটি দেশ যেখানে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকল ধর্মের মানুষ বসবাস করেন। আবার তারা দেশের এমন বিশেষ দিনে তাকে উদযাপন করতে বা শহীদদের সম্মান করতে একসঙ্গে মিলিত হয়।

আগে নানান অনুষ্ঠানের মাধ্যমে নানান বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় বা সরকারি কোনো স্থানে দিনটি পালিত হত। করোনার আবহ শুরু হওয়ার পর আমাদের সেই ইচ্ছে দমন করতে হয়েছে। এবার যদিও মঞ্চে অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা সম্ভব নয় কারণ করোনা ভাইরাসের উপদ্রব।

কিন্তু সামাজিক মাধ্যম আমাদের মন খারাপ দূর করেছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ হওয়ায় আর মঞ্চে উঠে সকলের সামনে নিজের প্রতিভাকে বিকশিত করতে হয় না। স্মার্টফোনে নিজের ঘরে বসেই তা সম্ভব। আর এই বিশেষ দিনে ভারতবাসী হয়ে দিনটি পালন করবেন না এমন কেউ নেই।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাচ্চা কিশোর দেশাত্মবোধক গানের মধ্যে দিয়ে ২৬শে জানুয়ারি উদযাপন করতে। তার গানে মুগ্ধ হয়েছে নেট দুনিয়ার মানুষ। খুদে ছেলেটিকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন সকলে।

Related Articles