নিউজ

এক দম্পতির বাড়ি থেকে খবরের কাগজ দিয়ে ১০ লক্ষ টাকার সম্পত্তি লুট করে পালাল দুষ্কৃতীরা!

বর্তমানে চারিদিকে চোরের উৎপাত বেশ ভালোই বেড়েছে। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া জনগণের কাছে খুব জনপ্রিয় হওয়ায় নেট মাধ্যমে প্রায়ই বিভিন্ন চুরির ঘটনা আমাদের কাছে পরিলক্ষিত হয়। সম্প্রতি আবারো এক ভয়ংকর চুরির ঘটনা প্রকাশিত হয়েছে সবার সামনে। জানা গিয়েছে, খবরের কাগজকে ব্যবহার করে সর্বস্ব চুরি করে চোরের দল।

সূত্র মারফত জানা গিয়েছে, এই চুরির ঘটনাটি ঘটে গাজিয়াবাদে এক বাড়িতে। জানা গিয়েছে, সেই বাড়ির সদস্যরা বাড়িতে না থাকায় চোরেরা সব লুঠ করে নিয়ে যায়। গাজিয়াবাদের যে বাড়িতে এই ঘটনাটি ঘটেছে সেই বাড়ির কর্তার নাম হল রবীন্দ্রকুমার বনসল। জানা গিয়েছে, বাড়িতে তিনি তার স্ত্রী এবং তার মেয়ে থাকে। সূত্র মারফত জানা গিয়েছে, এই ব্যক্তিরা ২৯ শে অক্টোবর বৈষ্ণোদেবীর মন্দিরে ঘুরতে গিয়েছিলেন, সেই সময় বাড়ি ফাঁকা থাকায় লুঠ করে চোরের দল।

সেই বাড়ি কর্তা জানিয়েছেন, মন্দির থেকে ঘুরে আসার পর বাড়ির সামনে খবর কাগজ পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। তারা দেখে তাদের সদর দরজা খোলা। তারপর তারা ঘরে গিয়ে দেখেন তাদের সবকিছু উলটপালট হয়ে আছে। জামাকাপড় থেকে শুরু করে প্রায় নগদ ১০ লক্ষ টাকা সহ গহনা চুরি করেছেন চোরেরা।

গৃহকর্তা আশঙ্কা করেছেন প্রথমে খবরে কাগজ বাড়ির সামনে ফেলে দিয়ে যান। তারপরে তারা যখন দেখেন যে কেউ নেই তখনই তারা বাড়ির ভেতর ঢুকে সর্বস্ব লুঠ করে। তবে সূত্র মারফত জানা গিয়েছে, সেই বাড়ির ভিতরে সিসিটিভি ক্যামেরা ছিল। বর্তমানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, সম্ভবত রাতের দিকেই চোরেরা এই কান্ডটি ঘটিয়েছিলেন।

Related Articles