একেই বলে মাতৃস্নেহ! আহত বাছুরের চিন্তায় ব্যাকুল হয়ে ছুটেছে মা গরু, ভাইরাল ভিডিও

মায়ের ভালোবাসার কাছে হার মানে সবকিছু। পৃথিবীর সমস্ত ভালোবাসাই এসে হার মানে মা’য়ের ভালোবাসার কাছে। সন্তানের প্রতি মায়ের যে দায়বদ্ধতা, আর ভালোবাসা তা আর কেউ দিতে পারে বলে মনে হয় না। যদি ব্যতিক্রম অবশ্যই আছে। মানুষ যেহেতু মনের ভাব ব্যক্ত করতে পারে তাই মানুষ প্রজাতিকে দেখলে বেশি করে স্পষ্ট হয় মায়ের ভালোবাসার অস্তিত্ব রয়েছে। কিন্তু শুধুই কি মানুষ! পশুপাখিদের মধ্যেও যে সন্তানের প্রতি মায়ের ভালোবাসার অস্তিত্ব রয়েছে তা বারবার প্রমাণ হয়।
বর্তমান সময় যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ তাই সেখানে নানান ভিডিও ভাইরাল হতে দেখা যায়। আর সেই ভাইরাল ভিডিওই প্রমাণ করে পশুপাখিদের মধ্যে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি ভ্যানের পিছনে একটি গরু ছুটছে। কিন্তু গরুটিকে ভ্যানের পিছনে ছুটতে দেখলে প্রশ্ন ওঠা স্বাভাবিক। জানা গিয়েছে, উড়িশ্যার একটি ব্যস্ত রাস্তায় গাড়িতে চোট লাগে একটি বাছুরের।
আর সেই বাছুরের মা তখন তার সঙ্গে ছিল কিন্তু সে কিছুই করতে পারেনি। এরপর বাছুরটির চোট লাগলে আশেপাশের গ্রামবাসীরা তড়িঘড়ি তাকে একটি ভ্যানে করে তুলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। আর এরপর ঘটে আসল ঘটনা। সন্তানের চোট লাগা সত্ত্বেও তার মা কিছুই করতে পারেনি। তাই যখন বাছুরটিকে একটি ভ্যানে করে নিয়ে যাওয়া হয় তখন গরুটিও ভ্যানটির পিছনে দৌড়াতে থাকে।
দৌড়াতে দৌড়াতে সে ৩ কিমি রাস্তা পার করে ফেলে। সে তার সন্তানকে একা ছাড়তে রাজি নয় এই ভিডিওই প্রমাণ করে। ভিডিওটি গত বছর ডিসেম্বর মাসে ‘অমকম’ নামের একটি নিউজ চ্যানেল থেকে প্রকাশ করা হয়। তারপরই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। এখনও পর্যন্ত ভিডিওটি ১ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন।