ছেলেকে বিয়ে করে কন্যা সন্তান জন্ম দিলেন মা, তুমুল ভাইরাল সেই ছবি

নিজের সৎ ছেলেকে বিয়ে করতে এবার স্বামীকে ডিভোর্স দিলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে রাশিয়ায়। এদিকে সৎ ছেলেকে বিয়ে করার কিছুদিন পর তিনি একটি কন্যা সন্তান প্রসব করেন। আর সেই কন্যা সন্তানের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। নিজের সৎ ছেলেকে বিয়ের করার ঘটনা তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে তা ভাইরাল হয়ে যায়।
কয়েক মাস আগেই স্বামীর সঙ্গে দীর্ঘ সম্পর্কের ছেদ টানেন বছর পঁয়ত্রিশের জনপ্রিয় ব্লগার মারিয়ানা বালমাশেভা।
আর তারপরেই ওই আগের পক্ষের স্বামীর ছেলে বছর ২১-এর ভ্লাদিমির ‘ভোভা’ শ্যাভিরিনকে বিয়ে করেন তিনি।
জানা গিয়েছে, ওই মহিলা আগের স্বামীকে ডিভোর্স দিয়েছেন তার সৎ ছেলে ভ্লাদিমিরকে বিয়ে করার জন্যই। এদিকে তিনি তখন গর্ভবতী, আর তার মাঝেই বিয়ে সেরে ফেললেন।
মারিয়ানা বালমাশেভা রাশিয়ার ক্রাসনোদার শহরে এক হাসপাতালে তার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এরপর তিনি সোশ্যাল মিডিয়ায় তার সদ্যোজাত কন্যা সন্তানের ছবি পোস্ট করেন। যদিও সেই ছবিতে পুরো মুখ দেখা যাচ্ছে না।
হয়তো পরবর্তীতে সকলকে কন্যার মুখ দেখাবেন। ভ্লাদিমিরের যখন ৭ বছর বয়স তখন তার বাবা অ্যালেক্সি শ্যাভিরিন দ্বিতীয় বার বিয়ে করেন।
অর্থাৎ অ্যালেক্সি শ্যাভিরিনের প্রথম পক্ষের সন্তান হলেন ভ্লাদিমির। অ্যালেক্সি শ্যাভিরিন ও মারিয়ানা বালমাশেভা বিয়ের পর ৫ সন্তান দত্তক নেন। দীর্ঘ ১০ বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদ হয় অ্যালেক্সি ও মারিয়ানার।