‘ঔরঙ্গজেব না চেঙ্গিজ খাঁ?’- ‘সইফিনা’র দ্বিতীয় পু্ত্রের নামকরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা

বলিউডের জনপ্রিয় তারকা জুটি করিনা কাপুর খান(Kareena Kapoor Khan) ও সঈফ আলি খান(Saif Ali Khan)। যদিও দুই সন্তানের বাবা ছিলেন সঈফ। তবে তার জীবনে আরও একবার প্রেম নিয়ে আসেন ‘বেবো।’ অবশেষে ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এরপর ২০১৬ সালে তাদের পরিবার আলো করে জন্ম হয় প্রথম সন্তান তৈমুরের(Taimur)। সম্প্রতি দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিয়েছেন করিনা।
রবিবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে জন্ম হয়েছে ‘সঈফিনা’র দ্বিতীয় সন্তানের। তবে প্রথম সন্তানের নামকরণের প্রভাব পড়লো দ্বিতীয় সন্তানের বেলায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় সন্তানের নামকরণ নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। শুধু তাই নয় অনেকে এমনটাও বলেছেন, তৈমুরের ভাইয়ের নাম স্বৈরাচারী মোঙ্গল শাসক চেঙ্গিজ খাঁ (Chenghiz Khan) অথবা মোঘল শাসক ঔরঙ্গজেব (Aurangzeb) রাখার কথা।
আসলে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ট্রোলারদের মাথাব্যথা এতোটাই, যে নিজেদের মতামত দিতে শুরু করেছেন এই নামকরণ বিষয়ে। এদিন ট্যুইটারে একজন লিখেছেন, “করিনা ও সঈফের আবার পুত্র সন্তান হয়েছে। এবার কী নাম রাখবেন? ঔরঙ্গজেব না খিঁজির খাঁ?” এখানেই শেষ নয়, অন্য একজন লিখেছেন “প্রথমজনের নাম তৈমুর রেখেছিলেন, এবার নিশ্চয়ই ঔরঙ্গজেব রাখবেন।”
Kareena Kapoor Khan and Saif Ali Khan blessed with a baby boy, announces their relative Riddhima Kapoor Sahni
(file photo) pic.twitter.com/BhS7YIi8Mn
— ANI (@ANI) February 21, 2021
Breaking : #KareenaKapoorKhan and #SaifAliKhan blessed with a baby boy.
According to sources the boy is named after the great Mughal Emperor Aurangzeb. pic.twitter.com/yAFWoS7E70— Lucifer Morningstar (@TheSarveshMisra) February 21, 2021
Kareena reaction after baby born & when Saif propose his name AURANGZEB 😊😊 pic.twitter.com/LV59MutpSP
— Atul Swami (@AtulkSwami) February 21, 2021
উল্লেখযোগ্য, তৈমুরের বেলায় নামকরণ নিয়ে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছিল। যা এখনও ভুলতে পারেননি খান ও কাপুর পরিবার। তাই এইবার সন্তানের কী নাম রাখবেন সেই বিষয়ে যথেষ্ট চিন্তিত তারা। একটি আলাপচারিতায় করিনা জানিয়েছিলেন, “তৈমুরের নাম নিয়ে যে কাণ্ড হয়েছিল! আমি আর সঈফু দুজনেই এই নিয়ে ভাবিনি কিছু। শেষ মুহূর্তের জন্য তুলে রেখেছি, এরপর একটা চমক নিয়ে আসবো।” যার ফলে অনুগামীরা একপ্রকার অপেক্ষা করে রয়েছেন তৈমুরের ভাইয়ের নাম জানার জন্য।