অফবিটভাইরাল ভিডিও

নতুন বউকে ‘টাচ’ করছে ফোটোগ্রাফার! সটান থাপ্পড় কষাল বর! হাসতে হাসতে লুটপুটি খেলো নতুন বউ!

চলছে বিয়ের মরশুম, বাঙালি হোক কিংবা অবাঙালি অনেকেই বিয়ে করছেন। বলিউড থেকে টলিউড সকল স্থানেই বিয়ের ধুম লেগেছে। সাধারণ মানুষও সেই অনুষ্ঠানে মেতেছে। বিয়েতে সবথেকে বেশি আকর্ষণ থাকে বৌ ও বরের দিকে। তারা যেহেতু অনুষ্ঠানের উপলক্ষ তাই তাদের সকলে ঘিরে থাকে। তাদের প্রতিটি রীতি ক্যামেরাবন্দী করেন ফটোগ্রাফার। বিয়ের দিন বর ও কনে সুন্দর সেজে অনুষ্ঠানে হাজির থাকেন।

কিন্তু সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে হেসে লুটোপুটি খেয়েছে সোশ্যাল মিডিয়ার মানুষ। বিয়ে বাড়িতে কী এমন হলো যে ভিডিও দেখে হাসি পেলো সকলের! ভাইরাল ভিডিও দেখে বোঝা যাচ্ছে সেটি কোনো অবাঙালি বাড়ির বিয়ে। নববধূর পরনে রয়েছে ঘাঘরা চোলি। বরের পরনে রয়েছে পাঞ্জাবি ও মাথায় পাগড়ি। নববধূ ও বরের একসঙ্গে কয়েকটি ছবি তোলেন ফটোগ্রাফার। এরপর পাত্রকে সরিয়ে দিয়ে নববধূর একার ছবি তুলতে থাকেন ফটোগ্রাফার।

কীভাবে পোজ দিলে বা দাঁড়ালে ভালো ছবি উঠবে তাও কনের মুখে হাত দিয়ে দেখান ফটোগ্রাফার। এইরকম বেশ কিছুক্ষণ চলার পরে ফটোগ্রাফারকে কষিয়ে চড় মারেন পাত্র। নববধূর গালে হাত দেওয়া মোটেই ঠিক ভাবে মেনে নেননি পাত্র তা ভিডিওতেই স্পষ্ট। এরপর ফটোগ্রাফার ধীরে ধীরে পিছনে সরে যান।

এই ঘটনা দেখে নববধূ হেসে লুটোপুটি। হাসতে হাসতে তিনি বিয়ের মঞ্চেই ঘাঘরা পরে বসে পড়েন। আর তাকে দেখেও সকলে হেসে ওঠে। এই ভিডিও এখন নেট দুনিয়ায় বেশ ভাইরাল। নেট দুনিয়ার মানুষও নববধূর হাসি দেখে হেসে ফেলেছেন।

Related Articles