বিনোদন

মামার হাতেই প্রথম ভাত খেল ছোট্ট আরুন্যা, জনপ্রিয় জুটি সৌমিত্র-অঙ্কিতার মেয়ের অন্নপ্রাশনের ছবি ভাইরাল

করোনা আবহ চলাকালীন বেশ কিছু তারকার পরিবার আলো করে জন্ম নিয়েছে তাদের সন্তানেরা। যেই তালিকায় রয়েছেন টেলি অভিনেত্রী অঙ্কিতা পাল মজুমদার(Ankita Paul Majumder)। বিগত বছরের সেপ্টেম্বর মাসে তিনি জন্ম দিয়েছেন কন্যা সন্তানের। আর তার নাম রেখেছেন আরুন্যা(Aarunya Paul)। সম্প্রতি মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান সম্পন্ন করলেন এই অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় সেইসব ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে তার মেয়ের পরনে রয়েছে নীল জামা, মাথায় মুকুট ও গলায় রজনীগন্ধার মালার।

অন্যদিকে তিনি পরেছিলেন লাল শাড়ি ও সোনার গয়না। অন্নপ্রাশনের ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে তুলেছেন সকলে। পাশাপাশি নিমেষেই ভাইরাল হয়েছে সেগুলি।

উল্লেখযোগ্য, ২০১৮ সালের জানুয়ারীতে কলকাতার একটি নামকরা হোটেলে বিয়ের আসর বসেছিল অঙ্কিতা ও সৌমিত্রর।

বিয়েতে সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়িতে সেজেছিলেন তিনি। করোনা আবহে লকডাউন শুরু হলে তিনি শ্বশুরবাড়িতে আটকে পড়েন। তারপরই অনুগামীদের সুসংবাদ দেন তিনি। গুয়াহাটির একটি হাসপাতালে জন্ম হয় তার সন্তানের।

এর আগে মেয়ের তিনমাসের জন্মদিন কেক কেটে উদযাপন করেছিলেন তিনি। এবার পাঁচমাসে মেয়ের মুখে উঠলো প্রথম অন্ন। মামার কোলে বসে প্রথম ভাত খেলো একরত্তি মেয়ে।

বেশ জাঁকজমকপূর্ণভাবেই এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রসঙ্গত, একাধিক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন অঙ্কিতা। যেগুলির মধ্যে ‘জড়োয়ার ঝুমকো’ অন্যতম।

Related Articles