বিনোদন

দাদুর হাতেই পায়েস খেলো পুঁচকে ইউভান, শুভশ্রী-পুত্রর অন্নপ্রাশনে রাজকীয় খাবারের মেনু ভাইরাল

টলিউডের জনপ্রিয় তারকা জুটি রাজ চক্রবর্তী(Raj Chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলি(Subhasree Ganguly)। তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ২০১৮ সালের ৬ই মার্চ। এরপর গত সেপ্টেম্বর মাসে জন্ম হয় একমাত্র সন্তান ইউভানের(Yuvaan)। বর্তমানে ছেলেকে নিয়েই দিনের বেশিরভাগ সময় কেটে যাচ্ছে তাদের। অন্যদিকে ইউভানও রীতিমতো সেলিব্রিটি হয়ে উঠেছে।

সম্প্রতি অন্নপ্রাশনের অনুষ্ঠান সম্পন্ন হল তার। তবে কলকাতায় নয়, হালিশহরের একটি বাংলোতে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। যা উপলক্ষ্যে সেখানে উপস্থিত ছিলেন ‘রাজশ্রী’র পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবরা। এদিন অনুষ্ঠানের থিম রঙ ছিল হলুদ, তাইতো হলুদ পোশাক-সহ অন্যান্য সবকিছুতেও ছিল হলুদের ছোঁয়া।

যেহেতু শুভশ্রীর কোনো ভাই নেই, তাই মামার পরিবর্তে ইউভানের মুখে প্রথম ভাত তুলে দিলেন অভিনেত্রীর বাবা। সম্পূর্ণ বাঙালি মেন্যুতে সাজিয়ে দেওয়া হয়েছিল খাবারের থালা। যেখানে ছিল ভাত, ঘি, সাত রকমের ভাজা, চিংড়ি, মিষ্টি, পায়েস, দই ইত্যাদি। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গিয়েছে পায়েস মুখে দিতেই এদিক ওদিক করতে থাকে জুনিয়র রাজ।

অন্যদিকে অন্নপ্রাশনের একটি আচার থাকে, যেখানে একটি থালায় টাকা, খাতা, পেন, ধান, নৌকা দেওয়া হয়। ইউভানকে তা দেওয়ার পর ইউভান বেছে নেয় টাকা। যার ফলে সকলে মনে করছেন ভবিষ্যতে হয়তো ব্যবসায়ী হতে চলেছে সে। প্রসঙ্গত, ছেলের অন্নপ্রাশন উপলক্ষ্যে হলুদ ব্লাউজ, সঙ্গে সবুজ ভারী সিল্কের শাড়ি ও গা ভর্তি সোনার গয়নায় সেজে উঠেছিলেন শুভশ্রী। আর রাজ পরেছিলেন হলুদ পাঞ্জাবি।

Related Articles