
ক্রমাগত বেড়েই চলেছে পরকিয়া। নিজের বউ থাকা সত্বেও অন্যের বউয়ের সাথে প্রেম করতে অনেকেই দেখা যায়। কিন্ত এবার ঘটল এক ঘটনা। আগের পক্ষের স্ত্রী সন্তান থাকা স্বত্ত্বেও স্কুলের ছাত্রীকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করলেন এক স্কুল শিক্ষক।
মাঝে মধ্যেই নানান ঘিন্ন ঘটনা ঘটে বিভিন্ন জায়গায়। আর এবার বীরভূমের সাঁইথিয়া থানা এলাকার দেরিয়াপুর অঞ্চল উচ্চ বিদ্যালয়ে নতুন এক শিক্ষককে কাজে যোগ দিতে বাধা দিতেই স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালো স্থানীয় গ্রামবাসীরা।
স্থানীয়দের অভিযোগ, সেখ ইয়াকুব হোসেন নামে দর্শনের এক শিক্ষক বীরভূমের দেরিয়াপুর উচ্চ বিদ্যালয়্র মিউচুয়াল টান্সফার নিয়ে কাজে যোগ দিতে আসছেন।
তিনি মুর্শিদাবাদের কান্দি এলাকার জেমো নরেন্দ্রনারায়ণ হাই স্কুলের শিক্ষক, শিক্ষকতা করার সময় বাড়িতে তার স্ত্রী ও এক ছেলে থাকার পরেও স্কুলেরই এক ছাত্রীকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেন কয়েকদিন আগে এবং তারপর থেকে প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে তারপর থেকে আর কোনো রকম যোগাযোগ করেননি। এই ঘটনার খবর পেয়ে গ্রামে এসেও কাজে যোগ না দিয়েই ঘুরে চলে যান ওই শিক্ষক বলে অভিযোগ।