১২ ফেব্রুয়ারি থেকে খুলতে পারে স্কুল, ক্লাস হবে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত

গত বছর মার্চ মাস থেকে করোনার উপদ্রবে গোটা দেশ জুড়ে লক ডাউন জারি হয়৷ আর লক ডাউন জারির ফলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে যায়। এরপর একাধিকবার আনলক প্রক্রিয়ার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি পুনরায় খোলার ব্যাপারে আলোচনা চললেও তা কার্যকরী হয়নি পশ্চিমবঙ্গে। তাই গত বছরের মার্চ মাস থেকে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলি।
যদিও অন্যান্য রাজ্য তাদের রাজ্যের অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার ব্যাপারে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু পশ্চিমবঙ্গে তা হয়নি। তবে এবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জানিয়েছেন আগামী ১২ই ফেব্রুয়ারি রাজ্যের স্কুলগুলি খুলতে পারে। তিনি তৃনমূল ভবনে এমনটাই জানান। শিক্ষামন্ত্রী আরও জানান, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চালু করা নিয়ে ভাবনাচিন্তা চলছে। তবে স্কুল খুললে শুধু প্র্যাকটিক্যাল ক্লাস নয়, সমস্ত ক্লাসই নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এও বলেন যে, স্কুল খোলা ও ক্লাস নেওয়ার ব্যাপারে অবশ্যই অভিভাবকদের অনুমোদন জরুরি। তবে এখনই নবম শ্রেণির নীচের ক্লাসগুলি খোলার ব্যাপারে কোনোরকম সিদ্ধান্ত নেয়নি সরকার। রাজ্যের সমস্ত স্কুলগুলিতে স্যানিটাইজেশনের কাজ চলছে। কোভিড বিধি মেনে স্কুলগুলি খুলতে পারে। কিন্তু কলেজ কবে খুলবে!
এই ব্যাপারে তিনি জানান, উপাচার্যদের সঙ্গে বৈঠক করা হবে। সেই বৈঠকে কলেজ খোলার ব্যাপারে মতামত গৃহীত হবে। তবে রাজ্যের বেসরকারি স্কুল সম্বন্ধে শিক্ষামন্ত্রী জানান, “বেসরকারি স্কুলগুলির উপর তো আমরা জোর দিতে পারি না”। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১২ই ফেব্রুয়ারি রাজ্যে সরকারি স্কুলগুলি খুলতে পারে বলে আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী।