অফবিট

ভরপুর রোম্যান্সে জমে উঠুক প্রতিটি রাত, গোপন ফর্মুলা স্বামীর ভালোবাসা পাওয়ার

ফেব্রুয়ারি মাস পরে যাওয়া মানেই ভালোবাসার জোয়ারে ভাসবে প্রেমিক প্রেমিকারা। ভ্যালেন্টাইন্স ডে হাগ ডে কিস ডে কতই না দিন। তবে, প্রেম যদি মজবুত হয় তাহলে রোজই হাগ ডে রোজই কিস ডে। কিন্তু অনেক সময় বিয়ের পর সংসারের চাপে ভাঁটা পড়ে ভালোবাসায়, আলিঙ্গণে। সংসারের চাপে, পুরুষেরা নারীর মধ্যে উত্তেজনা হারিয়ে ফেললেও একজন নারীর পক্ষে কিন্তু একটু সচেতন থাকলেই সম্ভব মনের মানুষটিকে প্রতি রাতে নিজের কাছে নিয়ে আসা। তার জন্য মেনে চলতে হবে কয়েকটি নিয়ম।

যদি প্রতি রাতে মনের মানুষটাকে কাছে পেতে চান তাহলে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। রাতে শুতে যাওয়ার আগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বামীর কাছে শুতে যান। শুতে যাওয়ার সময় অল্প গরম জলে গা-হাত-পা ভালো করে পরিষ্কার করে, যৌনাঙ্গ পরিষ্কার করে, ব্রাশ করে,। লবঙ্গ কিংবা এলাচের দু একটা দানা মুখে ফেলে, রাতের পোশাকে সুগন্ধি মেখে চুল পরিপাটি করে আঁচড়ে স্বামীর কাছে যান।

অনেক সময় সংসারের চাপে রোদে পুড়ে কাজ করতে গিয়ে ছেলেমেয়েদের সামাল দিতে গিয়ে ত্বকের যত্ন করা হয় না। তবে, স্বামীর ভালোবাসা পেতে গেলে টানটান ত্বক রাখা প্রয়োজনীয়। তার জন্য নিয়মিত যোগা ব্যায়াম প্রাণায়াম করুন।

পার্টনারকে কাছে পেতে গেলে রাতে শুতে যাওয়ার সময় সঠিক পোশাক নির্বাচন করতে হবে। তার জন্য স্লিভলেস নেটের রাতের পোশাক একেবারে উপযুক্ত। মনের মানুষকে কাছে পেতে গেলে বিবাহিত সম্পর্ক যত পুরনো হোক না কেন ঘনিষ্ঠ হওয়ার আগে পার্টনারের জায়গা গুলোয় চুম্বন এঁকে দিন। পার্টনার এর শরীরের কামোত্তেজক জায়গাটি আগে খুঁজে বার করুন তাহলেই কেল্লা ফতে।

Related Articles