প্রকান্ড হাতির সামনে দাঁড়িয়ে পোজ দেয়ার মাশুল দিতে হল পর্যটককে, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার দৌলতে নিত্যদিন আমাদের সামনে উঠে আসে নানান সব দৃশ্য। যেগুলির মধ্যে কিছু কিছু আমাদের প্রচুর আনন্দ দেয়। আবার কয়েকটি অনেক সময় হতাশও করে। তবে এক কথায় বলতে গেলে গোটা পৃথিবীকে এক ছাদের তলায় নিয়ে এসেছে সোশ্যাল মিডিয়া। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি মজাদার ভিডিও। যেটি প্রথমে দেখে চমকে যেতে পারেন আপনি।
তবে শেষ পর্যন্ত দেখে বেশ মজা পাবেন। ওই ভিডিওতে দেখা গিয়েছে একটি সাফারি পার্কে পরপর দাঁড়িয়ে রয়েছে দুটি দাঁতাল হাতি। আর তার ঠিক সামনে গিয়ে ছবি তুলছেন এক মহিলা। তবে হঠাৎ করেই তার মাথা থেকে টুপি ছিনিয়ে নেয় একটি হাতি। প্রথমে তিনি বুঝতে পারেননি, তবে শেষে অন্যান্য দর্শক-সহ হেসে লুটোপুটি খাচ্ছিলেন ওই মহিলা। যদিও পোষ্য হাতি জেনে ভয় পাননি তিনি।
ট্যুইটারে এই ভিডিওটি শেয়ার করেছেন মার্কিন বাস্কেটবল প্লেয়ার রেক্স চ্যাম্পম্যান৷ ক্যাপশনে লিখেছেন, ‘মহিলার সঙ্গে মজা করছে হাতিটি। মজাদার ভিডিও।’ আদতেই তাই, এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। পরে অবশ্য হাতিটি মহিলার টুপি ফেরত দিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিও।
Elephant steals ladies hat, but kindly returns it.
They are so intelligent and playful.. 😊
🎥 IG: angelina_cesar pic.twitter.com/depCStqDjH
— Buitengebieden (@buitengebieden_) February 10, 2021
তবে উল্লেখযোগ্য বিষয় হল, সবাই যে ভিডিওটি দেখে মজা পেয়েছেন এমনটা নয়। এক সাংবাদিক জানিয়েছেন, এটি আসলে জিম্বাবুয়ের এক সাফারি পার্কের ভিডিও৷ যেখানে বন্যপশু ও মানুষের অনৈতিকভাবে সাক্ষাৎ হয়। যার ফলে বিভিন্ন সময় বন্য প্রাণীদের অজান্তেই, অত্যাচার ও বিরক্ত করে পর্যটকরা৷ অনেকের মতে এইগুলি দ্রুত বন্ধ হওয়া জরুরি। নইলে বন্যপ্রাণীদের ওপর তা ক্ষতিকর প্রভাব ফেলে।