অপেক্ষার অবসান! নীল-তৃণার বাসর রাতের ভিডিও তুমুল ভাইরাল !

তপসিয়ার অর্কিড গার্ডেনে বিগত দশ বছরের বন্ধুত্ব পরিণতি পেলো ৪ঠা ফেব্রুয়ারী। আর যারা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন, তারা আমাদের সকলের পরিচিত মুখ নীল ভট্টাচার্য(Neel Bhattacharya) ও তৃণা সাহা(Trina Saha)। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে মেহেন্দি থেকে শুরু করে বাসরঘরের সমস্ত ভিডিও। বিয়ের আসরে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।
এছাড়াও বন্ধু-বান্ধব, আত্মীয় পরিজনদের উপস্থিতিতে মহা আড়ম্বরের সাথে সম্পন্ন হয়েছে তাদের বিবাহ। এদিন বোটে চেপে বিয়ের আসরে পৌঁছান নীল। সম্পূর্ণ বাঙালি রীতি মেনে বিয়ে করেছেন তারা। তবে সবচেয়ে মজাদার ছিল সিঁদুর দানের মুহূর্ত। কারণ, বরের বন্ধুরা সেইসময় ‘ইনক্লাব জিন্দাবাদ’ বলে চিৎকার করতে শুরু করেন। প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে সেই ভিডিও।
অন্যদিকে ভাইরাল হয়েছে তাদের বাসর জাগার ভিডিও। যেখানে উপস্থিত ছিলেন, টিম ‘কৃষ্ণকলি’ ও টিম ‘খড়কুটো’র সদস্যরা। বাসরঘরে মাইক্রোফোন হাতে দুজন দুজনের জন্য গান গেয়েছেন নীল-তৃণা। আবার কাউকে গিটার হাতে সঙ্গত দিতেও দেখা যায়। যদিও নীলকে খুবই চনমনে লাগছিল, তবে বিয়ের ধকল কাটিয়ে তৃণাকে ক্লান্ত দেখাচ্ছিল।
উল্লেখযোগ্য, ২০১১ সাল থেকে একে অপরকে চেনেন এই তারকা জুটি। তবে ভালোবাসার কথা প্রকাশ করতে লেগে গিয়েছিল বেশ কয়েক বছর। অবশেষে জানা যায়, বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তারা। সেই মতো ৩রা ফেব্রুয়ারী মেহেন্দি ও ৪ঠা ফেব্রুয়ারী বসে বিয়ের আসর। এরপর থেকেই তাদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন অনুগামী থেকে শুরু করে অন্যান্য তারকারাও।