Valentine’s Day-তে স্বামীকে উপহার দিতে জিরাফের হৃৎপিন্ড খুবলে বের করলেন স্ত্রী

সোশ্যাল মিডিয়ায় রোজদিন ভাইরাল হয় নানান ঘটনা। তার মধ্যে এমন কিছু অদ্ভুত ভিডিও বা ছবি দেখি যা আমাদের মানসিক শান্তিকে বিঘ্নিত করে। এমন কিছু ঘটনা আমাদের নজরে আসে যা জানলে আমাদের যেমন রাগ ওঠে তেমনি কিছু করারও থাকে না। কারণ সামাজিক মাধ্যম এমন একটি প্ল্যাটফর্ম যেখানে পৃথিবীর নানান প্রান্তের ঘটনা ভাইরাল হয়। করোনার জেরে লক ডাউনের পর গোটা দুনিয়ার মানুষের সোশ্যাল মিডিয়ায় ভ্রমণ বেড়ে গিয়েছে। তাই সেখানে নিত্যদিন এখন আজব ঘটনার খবর পাওয়া যায়।
সম্প্রতি যে ঘটনাটি সকলের নজরে এসছে তা শোনার পর ক্রুদ্ধ হয়ে উঠেছেন পশুপ্রেমী থেকে বনকর্মী সহ সাধারণ মানুষ। কী এমন ঘটনা যা নাড়িয়ে দিল গোটা বিশ্বের সামাজিক মাধ্যমের মানুষকে! ঘটনাটি ঘৃন্য, কারণ এই কান্ডকে অনেকে মস্তিষ্ক বিকৃতি বলেছেন। এক মহিলা যিনি তার স্বামীকে উপহার দিতে ব্যবহার করলেন একটি জিরাফের হৃৎপিণ্ড।
জিরাফের দেহ থেকে হৃৎপিণ্ডটি খুবলে সেই রক্ত মাখা হৃৎপিণ্ড হাতে করে নিয়ে সামাজিক মাধ্যমে ছবিও পোস্ট করেছেন ওই মহিলা। আর জিরাফের হৃৎপিণ্ডটি তার কথায় তার স্বামীকে দেওয়া ‘সারপ্রাইজ গিফট্’।
জানা গিয়েছে, এই মহিলা দক্ষিণ আফ্রিকায় বসবাস করেন। তার নাম জানা গিয়েছে Merelize Van Der Merwe। ৩২ বছর বয়সী ওই মহিলা একটি ১৭ বছর বয়স্ক জিরাফকে হত্যা করে তার হৃৎপিণ্ড খুবলে নেন। আর সেই রক্ত মাখা হৃৎপিণ্ডটি হাতে নিয়ে উল্লাসের সঙ্গে ছবি তোলেন। ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করে মহিলাটি লেখেন ‘he was ‘over the moon’ with her present‘।
মহিলাটি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাতে ক্যাপশন জুড়েছেন, “কখনও কি ভেবে দেখেছেন জিরাফের হৃৎপিণ্ড কত বড়?” কিন্তু তিনি এই প্রশ্নটি দুই সপ্তাহ ধরে ভাবছিলেন। মহিলাটি এর আগে প্রায় ৫০০ টি পশু শিকার করেছেন। তার এই কর্মকান্ডে ছিঃ ছিঃ পড়ে গিয়েছে চারিদিকে।
তাদেরকে উদ্দেশ্যে তিনি, ‘Triggered liberals’ বলে কটাক্ষ করেছেন। তিনি আরও জানিয়েছেন, তাকে পশু শিকার করা থেকে কেউ বিরত রাখতে পারবেন না।