অফবিটনিউজ

সন্তান প্রসবের আগেই স্ত্রীকে ফেলে শাশুড়িকে নিয়ে পালালেন যুবক!

নানান সময়ে অতিরিক্ত সম্পর্কের কথা শোনা যায়। এমনকি অনেক সময় শাশুড়ির সঙ্গে জামাইয়ের পরকীয়ার সম্পর্ক শুনতে পাওয়া যায়। যদিও কোনও পরকীয়া শেষ অব্দি পরিণতি পায় না। কিন্তু তবুও মানুষ বারবার পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। এরই মাঝে এবার সন্তান হওয়ার আগে প্রেমিকাকে ফেলে শাশুড়ির সঙ্গে পালালেন যুবক।

অনেক সময় বাড়ি থেকে সম্পর্ক না মানা হলে অনেকেই তার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে নিজেদের মতো সংসার পাতে। কিন্তু এবার এক অদ্ভুত ঘটনা ঘটলো ইংল্যান্ডে। সন্তান জন্ম নেওয়ার আগেই প্রেমিক পালালো প্রেমিকার মায়ের সঙ্গে।

২০১৯ সালে নিজের প্রথম সন্তান প্রসব করেন জেস। এরপর ২৪ বছরের জেস অল্ড্রিজ যখন দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা ঠিক সেই সময় দ্বিতীয় সন্তান প্রসবের পর জেস জানতে পারে তার প্রেমিক তাঁর মায়ের সঙ্গে প্রেম করছে। এমনকি নিজের জামাইয়ের সঙ্গে বাড়ি থেকে ৩০ মাইল দূরে সংসার বাঁধছেন জেসের মা।

জেসের দাবি, রেয়ানের সঙ্গে মায়ের বাড়িতে থাকতে আসার পর থেকেই জর্জিয়া তাঁর জামাইয়ের সঙ্গে ফ্লার্ট করা শুরু করেন। শাশুড়ি ও জামাই মিলে রোজ রাতে রান্নাঘরের পাশে বসে একসঙ্গে মদ খেতেন ও হাসিঠাট্টা করত। এরপর যখন ফের অন্তঃসত্ত্বা হওয়ার পর অভিযোগকারীর মা ও তাঁর প্রেমিক তখন থেকেই অ্যাফেয়ারের সূত্রপাত হয়। পুত্রসন্তান জন্মের পরই রেয়ানের একটি মেসেজ করে সেই মেসেজে সম্পর্ক ভাঙার কথা জানায়। এরপর ছেলে কোলে জেস বাড়ি ফিরে দেখেন, রেয়ান ও তাঁর মা বাড়িতে নেই। বর্তমানে তাঁরা দুই কামরার ভাড়া বাড়িতে থাকেন।

Related Articles