অফবিটভাইরাল ভিডিও

নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কুয়োয় পড়ে যাওয়া চিতাবাঘকে উদ্ধার করল যুবক, তুমুল ভাইরাল ভিডিও

আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে মাঝেমধ্যে এমন ঘটনার সাক্ষী থাকি যা আমাদের ফের ভাবাতে সাহায্য করে। আমরা মাঝেমাঝে দেখি মালিককে বিপদের হাত থেকে বাঁচায় তার পোষ্য কুকুর। আবার সাধারণ একটি টিয়া পাখিও তার ঘুমন্ত মালিককে ঘুম থেকে তুলে জলন্ত বাড়ির আগুন থেকে বাঁচিয়ে আনে। এরকম পশুপাখিদের স্বভাবের উদাহরণ আমরা মাঝেমধ্যেই পাই। তবে সব ঘটনা আমাদের চোখের সামনে ঘটে না। কিছু কিছু ঘটনা যেমন ঘটে অন্যান্য দেশের কোনো এক প্রান্তে।

কিন্তু আমরা তা ঠিকই দেখতে পাই। আর এই কাজে সাহায্য করে সামাজিক মাধ্যম। বর্তমান যুগে সামাজিক মাধ্যম উন্নত হওয়ার ফলে আমরা ক্রমশ সেই দিকে নির্ভরশীল হয়ে পড়ছি। আমাদের অবসর সময়ের অনেকখানি জায়গা করে নিয়েছে সামাজিক মাধ্যম। যেখানে নানান ধরনের ভিডিও ভাইরাল হয়। অধিকাংশ ভিডিওই আমাদের নতুন কিছু শেখাতে সাহায্য করে। সেকরমই মাঝেমধ্যে এমন ভিডিও আমরা দেখি যা আমাদের মানসিক শান্তিকে বিঘ্নিত করে।

আমরা এমন ভিডিও বা ছবি দেখি যেখানে দেখা যায় কোনো পশু বা পাখি মানুষের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়। কিন্তু তারা পাল্টা আক্রমণ করতে পারে না। তবে এমন ভিডিও দেখি যেখানে বন্যপ্রাণীদের বিপদের হাত থেকে বাঁচায় কোনো ব্যক্তি। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি গভীর কুয়োর মধ্যে একটি চিতাবাঘ পড়ে গিয়েছে।

কিন্তু সে কুয়ো থেকে উঠতে পারছে না। আর তার বিপদের সময় একজন ব্যক্তি নিজের জীবন বাজি রেখে নামলেন চিতাবাঘটি উদ্ধারের কাজে। চিতাবাঘটি অনেকবার আক্রমণ করতে গেলেও ওই ব্যক্তি পিছিয়ে যাননি। তিনি নিজের প্রাণের তোয়াক্কা না করে কুয়ো থেকে বাঘটিকে উদ্ধার করেন। আর এই ভিডিও এখন নেট দুনিয়ায় বেশ প্রশংসনীয় হয়েছে।

Related Articles